এক্সপ্লোর
Advertisement
দেখুন: কোহলির দুরন্ত ফিল্ডিং, বিদ্যুৎগতিতে রান আউট করলেন নিকোলসকে
চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচে আজ নিউজিল্যান্ডের কাছে চার উইকেটে হেরে গিয়েছে ভারত। এদিনের ম্যাচে ভারতের অধিনায়ক বিরাট কোহলির একটি দুরন্ত ফিল্ডিং ক্রিকেট অনুরাগীদের মুগ্ধ করেছে। হ্যামিলটনের ম্যাচে কোহলির ক্ষিপ্রতায় রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হল নিউজিল্যান্ডের ফর্মে থাকা ব্যাটসম্যান হেনরি নিকোলসকে।
হ্যামিলটন: চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচে আজ নিউজিল্যান্ডের কাছে চার উইকেটে হেরে গিয়েছে ভারত। এদিনের ম্যাচে ভারতের অধিনায়ক বিরাট কোহলির একটি দুরন্ত ফিল্ডিং ক্রিকেট অনুরাগীদের মুগ্ধ করেছে। হ্যামিলটনের ম্যাচে কোহলির ক্ষিপ্রতায় রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হল নিউজিল্যান্ডের ফর্মে থাকা ব্যাটসম্যান হেনরি নিকোলসকে।
জসপ্রিত বুমরাহর বলে তখন স্ট্রাইকে ছিলেন রস টেলর। একটি স্লোয়ার ডেলিভারি তাঁর প্যাডে লেগে অফ সাইডে যায়। কিউই ব্যাটসম্যানরা দ্রুত একটি রান নেওয়ার চেষ্টা করেন। কিন্তু কোহলি সতর্ক ছিসেব। কভার থেকে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে বল তুলে নিয়ে একইভাবে বিদ্যুৎগতিতে স্টাইকার প্রান্তের স্টাম্প ভেঙে দেন। ততক্ষণে পড়িমড়ি করে শরীর ছুঁড়ে দিয়েও ক্রিজে পৌঁছতে পারেননি নিকোলস।
কোহলির এই দুরন্ত ফিল্ডিংয়ের ভিডিও তৎক্ষণাৎ ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তাঁদের প্রতিক্রিয়ায় কোহলির এই ফিল্ডিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। কোহলি এর আগে হাফসেঞ্চুরি করেন। শ্রেয়স আয়ার ও কেএল রাহুলের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ভারত ৩৪৭ রান তোলে। তবে রস টেলরে দুরন্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ড জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।Henry Nicholls run out by Kohli. What a Run Out. 😯🔥👏👍🏻#NZvIND #ViratKohli #StarSports pic.twitter.com/xq86K8HHgf
— Sushil Kengare (@Sushil9917172) February 5, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement