(Source: ECI/ABP News/ABP Majha)
India vs New Zealand 2nd Test : জাড্ডু-অশ্বিনের ভেল্কি, পর পর উইকেট তুলে নিউজিল্যান্ডকে পাল্টা প্রত্যাঘাত ; জয়ের জন্য ভারতের টার্গেট এই রান
Pune Test: নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের সামলে বিশাল এই টার্গেট কি ছুঁতে পারবেন রোহিত শর্মা ব্রিগেড ? সেদিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
পুণে : কামব্যাক কি সম্ভব ? নিউজিল্যান্ডের দেওয়া টার্গেট ছুঁয়ে কি টেস্ট সিরিজে সমতা ফেরাতে পারবে টিম ইন্ডিয়া ? এনিয়ে নানা চর্চা চলছে। কারণ, পুণেতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে শেষ পর্যন্ত চালকের আসনেই ছিল নিউজিল্যান্ড। তবে, তৃতীয় দিনের শুরুটা ভাল হল না নিউজিল্যান্ডের। বিশাল টার্গেট তাঁরা ভারতের সামনে বেঁধে দিতে পারেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু, সেই আশায় জল ঢাললেন ভারতের স্পিনার। একের পর এক উইকেট নিয়ে দলকে ম্যাচে ফেরালেন আর জাডেজা। যোগ্য সঙ্গত দিলেন আর অশ্বিনও। ২৫৫ রানে থামল নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়াল ৩৫৯ রান। নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের সামলে বিশাল এই টার্গেট কি ছুঁতে পারবেন রোহিত শর্মা ব্রিগেড ? সেদিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
এদিন ভারত ও নিউজিল্যান্ড টেস্টের তৃতীয় দিনের শুরুতে অনায়াসে স্পিন আক্রমণ সামলাচ্ছিলেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। কিন্তু, নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কাটা দেন জাডেজা। ব্যক্তিগত ২৭ রানে টম ব্লান্ডেলকে বোল্ড আউট করেন বাঁহাতি স্পিনার। এবার মিশেস স্যান্টনারের উইকেট তুলে নিলেন জাডেজা। জাড্ডুর বলে বুমরার হাতে তালুবন্দি হন নিউজিল্যান্ড ক্রিকেটার। ৭ উইকেট খুইয়ে তখন ২৩৭ রান তাদের। এবার উইকেট তুলে নেন আর অশ্বিনও। ভারতীয় অফস্পিনারের বলে স্লিপে থাকা রোহিত শর্মার তালুবন্দি হন টিম সাউদি। নিউজিল্যান্ডের স্কোর তখন ২৩৮/৮। একের পর এক ধাক্কা। আরও একটি উইকেটের পতন হয় নিউজিল্যান্ডের। জাডেজার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ওয়াশিংটন সুন্দরের তালুবন্দি হন এজাজ পটেল। শেষ উইকেট পড়ে উইলিয়াম ও'রুরকির। রান আউট হন তিনি। ২৫৫ রানেই নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস থামিয়ে দেয় ভারত। ভারতের জয়ের জন্য প্রয়োজন ৩৫৯ রান।
ভারতকে ভারতের মাটিতে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয়ের স্বপ্ন দেখছে নিউজ়িল্যান্ড। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে জিতে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে নিউজ়িল্যান্ড। পুণেতেও চালকের আসনে তারা। জিতলে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই পকেটে চলে আসবে। পুণে টেস্টের দ্বিতীয় দিনে ভারতের বিরুদ্ধে ৩০১ রানের বিরাট লিড নেয় নিউজ়িল্যান্ড (India vs NZ)। হাতে ছিল আরও ৫ উইকেট। প্রথম ইনিংসে ১০৩ রানের মহার্ঘ লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫৩ ওভারে নিউজ়িল্যান্ডের স্কোর দাঁড়ায় ১৯৮/৫। পাঁচ উইকেটই স্পিনারদের। প্রথম ইনিংসে সাত উইকেট নেওয়া ওয়াশিংটন সুন্দর নেন চার উইকেট। এক উইকেট অশ্বিনের। সব মিলিয়ে ম্য়াচে ১১ উইকেট হয়ে গিয়েছে ওযাশিংটনের। পুণে টেস্ট তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই পরিস্থিতিতে তৃতীয় দিনে মাঠে নেমে পর পর উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে রুখে দেন ভারতীয় স্পিনাররা। বেশি টার্গেট খাঁড়া করতে দিলেন না তাঁরা।