India vs Pakistan: ক্রিকেটে রাজি, হকিতে নয়, এশিয়া কাপে হবে না ভারত-পাক দ্বৈরথ? পাকিস্তানের বদলে খেলবে বাংলাদেশ?
Asia Cup 2025: এই মাসে হকির এশিয়া কাপও আয়োজিত হওয়ার কথা। বিহারের রাজগীরে আয়োজিত হবে এই টুর্নামেন্ট।

নয়াদিল্লি: প্রবল সমালোচনার মাঝেও সামনের মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) ক্রিকেট ম্যাচ আয়োজিত হতে চলেছে। এই মাসে হকির এশিয়া কাপও (Asia Cup 2025) আয়োজিত হওয়ার কথা। বিহারের রাজগীরে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। ক্রিকেটে খেলতে রাজি হলেও পাকিস্তান দল হকির এশিয়া সেরা হওয়ার লড়াইয়ে ভারতের হয়ে খেলতে নারাজ।
পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী ভারত সরকারের তরফে ইতিমধ্যেই পাকিস্তানের দলকে এই টুর্নামেন্টের জন্য ভিসা দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। তবে পড়শি দেশের হকি ফেডারেশন নাকি এদেশে নিরাপত্তাজনিত অভাব বোধ করায় খেলতে আসতে চায় না। তারা যদি দুই দিনের মধ্যে এশিয়া কাপে অংশগ্রহণের বিষয়টি না নিশ্চিত করেন, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশকে পাকিস্তানের বদলে এশিয়া কাপে খেলতে দেখা যেতে পারে। এই টুর্নামেন্টের আয়োজকরা ইতিমধ্যেই বাংলাদেশের হকি ফেডারেশনের সঙ্গে এই বিষয়ে কথাবার্তা বলেছেন বলে খবর। গোটা বিষয়টি বুধবারের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে বলে হকি ইন্ডিয়ার তরফে মনে করা হচ্ছে।
এই বিষয়ে কথা বলতে গিয়ে হকি ফেডারেশনের তরফে সোমবার জানানে হয়, 'ভারত সরকারের তরফে তো ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে ভিসা নিয়ে কোনও সমস্যা হবে না। তবে একান্তই যদি পাকিস্তান ভারতে খেলতে আসতে না চায়, তাহলে তাতে আমাদের কিছু করার নেই। সেটা আমাদের উদ্বেগের কারণ নয়। পাকিস্তান যদি না আসে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশকে অংশগ্রহণের জন্য ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আমাদের এই বিষয়ে নিশ্চয়তা পেতে আরও দুই দিন অপেক্ষা করতে হবে। এখনও অবধি পাকিস্তান বা বাংলাদেশ, কারুর তরফেই আমাদের কিছু নিশ্চিত করে জানানো হয়নি। তবে এক্ষেত্রে বাংলাদেশই পাকিস্তানের বিকল্প।'
ভারত ও পাকিস্তানের পাশাপাশি এই টুর্নামেন্টে চিন, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান এবং চিনা তাইপের খেলার কথা। আট দলের এই টুর্নামেন্ট পরের বছরের হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব হিসাবেও কাজ করবে। তবে পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর দুই দেশের মধ্যেকার রাজনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে। এর মধ্যে পড়শি দেশের সঙ্গে সব ধরনের লেনদেনই ভারতের তরফে বন্ধ করা হয়েছে। তবে তা সত্ত্বেও প্রবল সমালোচনার মাঝে পাকিস্তানের সঙ্গে অবশ্য ক্রিকেটের এশিয়া কাপে খেলতে নামবে ভারত, এখনও পর্যন্ত এটাই নিশ্চিত। হকির ক্ষেত্রে কিন্তু ছবিটা ভিন্ন দেখা গেল।






















