এক্সপ্লোর
ভিডিও: পাক সমর্থকের কটূক্তি, ‘বাপ কৌন হ্যায়’ , মেজাজ হারালেন সামি, সামলালেন ধোনি
লন্ডন: ভারত-পাক ম্যাচ মানেই ঠাসা উত্তেজনা। গত রবিবার লন্ডনের ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও এর ব্যতিক্রম হল না। দুই দলই জেতার লক্ষ্যে মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল। কিন্তু মেন ইন ব্লু ব্রিগেডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল গ্রিন-আর্মি। ম্যাচ চলাকালে দুই দেশের মধ্যে অপ্রীতিকর কোনও কিছু না ঘটলেও ঘটল একেবারে ম্যাচের শেষে। গ্যালারিতে পাক সমর্থকদের একটানা কটূক্তিতে মেজাজ হারালেন ভারতীয় দলের পেসার মহম্মদ সামি। ফাইনাল হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে তখন একে একে ফিরছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। অশ্বিন, বিরাটদের পর যখন সিঁড়ি দিয়ে সামি উঠছেন, তখন এক পাক সমর্থক বারংবার বলতে থাকে, ‘বাপ কৌন হ্যায়!’
অন্যান্য খেলোয়াড়রা ওই কটূক্তি উপেক্ষা করলেও মেজাজ হারিয়ে সামি এগিয়ে যান ওই পাক সমর্থকের দিকে। এই পরিস্থিতিতে অবস্থা সামাল দেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। সামিকে টেনে ড্রেসিংরুমে নিয়ে যান মাহি। এখানেও থামেনি ওই পাকিস্তান সমর্থক। কটূক্তি চালিয়ে যেতে থাকে সে। বলতে শোনা যায়, ‘যখন ওরা বলে তখন আমরা মেনে নিই। তাহলে এখন তারা সহ্য করতে পারছে না কেন?’ এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।MS Dhoni, the ultimate gentleman. #INDvPAK pic.twitter.com/aLFkDUOiwo
— Sand-d Singh (@Sand_In_Deed) June 19, 2017
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
ফুটবল
ফুটবল
Advertisement