IND vs SA: আজ শুরু ওয়ান ডে সিরিজ, কখন, কোথায় দেখবেন ইন্দো-আফ্রিকা মহারণ?
IND vs SA ODI: ফলে ওয়ান ডে সিরিজে শিখর ধবনের নেতৃত্বে আজ থেকে নামতে চলেছে ভারত। দলের নতুন মুখদের মধ্যে উল্লেখযোগ্য রজত পাতিদার ও বাংলার মুকেশ কুমার।
লখনউ: টি-টোয়েন্টি সিরিজের পর এবার শুরু ওয়ান ডে সিরিজ। আজ প্রথম ওয়ান ডে ম্যাচে ২২ গজে মুখোমুখি হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন যে দলটি টি-টোয়েন্টি (T20 Series) সিরিজে খেলেছিল, সেই দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছে। ফলে ওয়ান ডে সিরিজে শিখর ধবনের নেতৃত্বে আজ থেকে নামতে চলেছে ভারত। দলের নতুন মুখদের মধ্যে উল্লেখযোগ্য রজত পাতিদার ও বাংলার মুকেশ কুমার।
ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ান ডে ম্যাচ কবে?
আজ, ৬ অক্টোবর, বৃহস্পতিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ান ডে ম্যাচ আয়োজিত হবে
কোথায় হবে খেলা?
লখনউয়ের একানা স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্যাচ
কখন শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১.৩০ থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ান ডে। টস হওয়ার কথা তার আধ ঘণ্টা আগে
কোথায় দেখা যাবে ভারত-দক্ষিণ আফ্রিকার এই ম্যাচটি?
স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা ভারত-দক্ষিণ আফ্রিকা এই ম্য়াচটি দেখতে পারবেন।
টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন এমন তিনজন প্লেয়ার শ্রেয়স আইয়ার, দীপক চাহার ও রবি বিষ্ণোই রয়েছেন ওয়ান ডে স্কোয়াডে। তাঁরা যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মূল স্কোয়াডের সদস্য নন, তাই এই মুহূর্তে ওয়ান ডে সিরিজে অংশ নিতে পারবেন তাঁরা। প্রত্যেকেই স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের পর অস্ট্রেলিয়া উড়ে যাবেন তাঁরা।
এদিকে, বিরাট, রোহিত, রাহুলদের অনুপস্থিতিতে ঈষাণ কিষাণ, শুভমন গিল, সঞ্জু স্যামসনদের সামনে সুযোগ নিজেদের মেলে ধরার ও প্রোটিয়া বোলিংকে পরাস্ত করার। বোলিং ডিপার্টমেন্টে রয়েছেন আবেশ খান, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর।
মাঁকড়িংয়ের সুযোগ থাকা সত্ত্বেও তা করেননি চাহার
তৃতীয় টি-টোয়েন্টির সময় দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে একটা সময় ক্রিজে ছিলেন রিলি রসউ ও ট্রিসটান স্টাবস। খেলার ১৪ তম ওভারে বল করছিলেন দীপক চাহার। সেই সময় নন স্ট্রাইকার এন্ডে ছিলেন স্টাবস। হঠাৎ রান আপ নিয়ে এসে বল ছোড়ার মুহূর্তে চাহার বুঝতে পারেন যে স্টাবস ক্রিজ ছেড়ে অনেকটা এগিয়ে এসেছেন। এরপরই তিনি হঠাৎ থেমে যান। আর বলটি নিয়ে উইকেট ভাঙতে প্রস্তুত হন। কিন্তু তিনি তা করেননি। স্টাবস সেই মুহূর্তেই বিষয়টি বুঝতে পেরে ক্রিজে ফিরে আসেন। আসলে দীপক চাহার তাঁকে একটা ওয়ার্নিংই দিতে চেয়েছিলেন। কিন্তু সোশাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে যায় মূহূর্তের মধ্যে।