এক্সপ্লোর
Advertisement
ধবন ও রোহিতকে প্রথম একাদশে রাখা নিয়ে প্রশ্ন সৌরভের
নয়াদিল্লি : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে প্রথম একাদশে শিখর ধবন ও রোহিত শর্মাকে দলে রাখা নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথম টেস্টে ভারত হেরেছে ৭২ রানে। ব্যাটিং ব্যর্থতাই কেপাটাউনের নিউল্যান্ডসে ভরাডুবি হয় টিম ইন্ডিয়ার। প্রথম একাদশে আজিঙ্কা রাহানে ও কে এল রাহুলকে রাখা হয়নি।
সৌরভ বলেছেন, শুধু রান করলেই হবে না। দেখতে হবে রান কোথায় এসেছে। বিদেশের মাটিতে অতীতে রোহিত ও ধবনের পারফরম্যান্সের রেকর্ড খুব একটা ভালো নয়। তিনি বলেছেন, ওদের রেকর্ডের দিকে তাকিয়ে দেখলেই বোঝা যাবে যে দেশের মাঠে ও বিদেশের পরিবেশে ওদের পারফরম্যান্সে প্রচুর ফারাক রয়েছে। তাই মুরলী বিজয় ও বিরাট কোহলির ওপর নির্ভরতা বেড়ে যায়। কারণ, বিদেশের মাঠে ওদের পারফরম্যান্স যথেষ্ট ভালো।
সৌরভ বলেছেন, চেতেশ্বর পূজারার ১৪ টেস্ট সেঞ্চুরির ১৩ টিই উপমহাদেশের পরিবেশে। আমি বারেবারেই কে এল রাহুলের কথা বলছি। কারণ, ও অস্ট্রেলিয়াতেও রান করেছে। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকেও ও রান করেছে। এক্ষেত্রে শুধু ফর্মের কথা ভাবলেই চলবে না। দেখতে হবে ওই রান কোথায় এসেছে। তবে এখনই আতঙ্কিত হয়ে পড়ার কিছু নেই। আমি কেপটাউনের ফলাফলে আদৌ বিস্মিত নই। বিরাট কোহলির প্রতি আমার অগাধ আস্থা রয়েছে এবং আগামী ম্যাচে দলের পারফরম্যান্সের উন্নতি হবে বলেই মনে করি।
সৌরভ মনে করছেন, টিম ম্যানেজমেন্ট পরের ম্যাচেও একই কম্বিনেশন বজায় রাখবে।, খুব একটা বড়সড় বদল হবে না প্রথম একাদশে। রাহুল ও রাহানের মধ্যে একজনকে খেলানোর সম্ভাবনা রয়েছে। হয়ত রোহিতের জায়গায় মিডল অর্ডারে আনা হতে পারে রাহানেকে। টপ অর্ডারে রাহুলকেও নিয়ে আসা হতে পারে। ভারতীয় দলকে ঠাণ্ডা মাথায় খেলতে হবে এবং ব্যাটিংয়ের ক্ষেত্রে জোর দিতে হবে। সেঞ্চুরিয়নের উইকেটও দ্রুতগতিরই হবে। কেপটাউনের থেকে অনেক বেশি বাউন্স থাকবে।
দ্বিতীয় টেস্টে দলে কী ধরনের পরিবর্তন করলে ভালো হয়? এ ব্যাপারে সৌরভ বলেছেন, পাঁচ বোলার এবং ধবনের জায়গায় রাহুলকে খেলালে ভালো হয়। রাহুলের কথা বলছি কারণ, ও বিদেশের মাটিতে অতীতে ভালো খেলেছে। রোহিতকে আরও একটা সুযোগ দেওয়া উচিত। বোলিং লাইনআপে খুব একটা রদবদল না ঘটানোই ভালো।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement