IND vs SA T20: তিন পেসারেই কি প্রোটিয়া বধের ছক? আজ কেমন হতে পারে ভারতীয় একাদশ?
IND vs SA, 1st T20: টি-টোয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদব অধিনায়ক। রবীন্দ্র জাডেজা সহ অধিনায়কের দায়িত্ব সামলাবেন। অস্ট্রেলিয়া সিরিজের দলই মোটামুটি ধরে রাখা হয়েছে।
ডারবান: একেবারে তরুণ দল। নেই বিরাট কোহলি, রোহিত শর্মা। থাকছেন না মহম্মদ শামি, যশপ্রীত বুমরা। আর তরুণ দল নিয়েই আজ থেকে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামতে চলেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের যে দল ছিল, সেই দলটিই মোটামুটি ধরে রাখা হয়েছে। কেমন হতে পারে আজ ভারতের প্রথম একাদশ?
View this post on Instagram
এক নজরে সম্ভাব্য ভারতীয় দল- যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিংহ, রবীন্দ্র জাডেজা, দীপক চাহার, রবি বিষ্ণোই, অর্শদীপ সিহ, মহম্মদ সিরাজ
ওপেনার: যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড
তিন নম্বরে: ঈশান কিষাণ
মিডল অর্ডার: সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিংহ
স্পিনার অলরাউন্ডার: রবীন্দ্র জাডেজা
সিমার: দীপক চাহার, অর্শদীপ সিংহ, মহম্মদ সিরাজ
স্পিনার: রবি বিষ্ণোই
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২ দল মোট ২৪ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৩ বার জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ১০ বার প্রোটিয়ারা জিতেছে। ১টি ম্য়াচ অমীমাংসিত ছিল। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয় দল মোট ৭ ম্যাচ খেলে তার মধ্যে ৫টি ম্য়াচে জিতেছে ও ২টো ম্য়াচ হেরেছে।
গতকাল সাংবাদিক বৈঠকে আসা সূর্যকুমার যাদবকে অবশ্য় প্রশ্ন করা হয়েছিল ভারতের সম্ভাব্য একাদশ প্রসঙ্গে। সেই প্রশ্নের উত্তরে ভারত অধিনায়ক জানান, ''কেমন, কী দল হবে সেটা আমরা মোটামুটি ঠিক করে ফেলেছি। কাল কারা ওপেন করবে, সেটা জানি। তবে হ্যাঁ, আজকে অনুশীলনের পর সবকিছু একেবারে পাকা হবে। আর ষষ্ঠ বোলারের জন্য আমাদের দলে যথেষ্ট বিকল্পও রয়েছে।''
রোহিত শর্মার না খেলা। হার্দিক পাণ্ড্যর চোট সব মিলিয়ে সূর্যকুমার যাদবের সামনে নতুন মঞ্চ খুলে দিয়েছে। সেই পরিস্থিতিতে ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেয়েছিলেন। তবে এবারের লড়াইটা অন্যরকম। দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলতে নেমে ভারতের রেকর্ড কোনওবারই খুব একটা ভাল নয়। টেস্টে তো গত ৩২ বছরে কোনও সিরিজই জিততে পারেনি টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে এবার তাই জয়ের খাতা খুলতে মরিয়া মেন ইন ব্লুজরা।