এক্সপ্লোর
Advertisement
'স্কুল পড়ুয়ার মতো' রান আউট, হার্দিকের কঠোর সমালোচনায় গাওস্কর, মঞ্জেরেকর
সেঞ্চুরিয়ন: সেঞ্চুরিয়ানে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন তাঁর একটা দুরন্ত থ্রো দক্ষিণ আফ্রিকায় ইনিংসের গতিতে হ্যাঁচকা টান দিয়েছিল। হাসিম আমলাকে হার্দিক পান্ড্য দুরন্ত থ্রো-তে আউট করার পর ধস নেমেছিল প্রোটিয়া ইনিংসে। এবার সেই তিনিই ব্যাট করতে নেমে কার্যত নিজের উইকেট উপহার দিলেন দক্ষিণ আফ্রিকাকে। এভাবে নিজের উইকেট ছুঁড়ে দেওয়ায় হার্দিকের তীব্র সমালোচনা করলেন ভারতের প্রাক্তন কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাওস্কর।
খেলার তৃতীয় দিনে গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান বিরাট কোহলি ও হার্দিক পান্ড্য খেলা শুরু করেন। হার্দিক একটা বল মিড-অনে ঠেলে দিয়ে একরান নিতে দৌড়ন। কিন্তু রান হবে না বুঝে কোহলি তাঁকে সঠিক সময়েই ফেরত পাঠান। ভার্নন ফিল্যান্ডারের থ্রো সরাসরি উইকেটে লাগলেও স্বচ্ছন্দে ক্রিজে পৌঁছে যাওয়ার মতো যথেষ্ট সময় হার্দিকের ছিল। কিন্তু ব্যাট ক্রিজের লাইনে না ছুঁইয়েই দৌড়ে ক্রিজে ঢোকার চেষ্টা করেন। কিন্ত তার আগে মাটিতে ব্যাট ছুঁইয়ে দিলেই তিনি সম্ভবত পৌঁছে যেতেন। টেলিভিশন রিপ্লেতে দেখা গিয়েছে, বল স্ট্যাম্পে লাগার সময় তাঁর পা ও ব্যাট শূন্যে ছিল।
Today Hardik Pandya proved he is more dumber than Alia Bhatt. #SAvIND pic.twitter.com/xcpjuHDKDA
— Waѕiyullah Budye (@WasiyullahB) January 15, 2018
এভাবে স্কুল পড়ুয়ার মতো উইকেট ছুঁড়ে দেওয়ায় হার্দিকের তীব্র সমালোচনায় মুখর হয়েছেন গাওস্কর। ধারাভাষ্যের সময় তিনি মন্তব্য করেন, 'এটা একেবারেই ঢিলেঢালা মনোভাব। ক্ষমার অযোগ্য'। অন্যদিকে সঞ্জয় মঞ্জেরেকর হার্দিকের মনোভাবকে 'উদ্ধত' বলে সমালোচনা করেছেন। এ প্রসঙ্গে মঞ্জেরেকর বলেছেন, সচিন তেন্ডুলকরও আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু সেই আত্মবিশ্বাস কখনওই ঔদ্ধত্যের পর্যায়ে পৌঁছয়নি।
Early lesson for Hardik Pandya that this game will come to bite you back if you let confidence become arrogance. — Sanjay Manjrekar (@sanjaymanjrekar) January 15, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement