Ind vs SL 1st T20I: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে অর্ধশতরান সূর্যকুমার যাদবের
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন সনাকা। ম্যাচের প্রথম বলেই পৃথ্বী শকে ফিরিয়ে দেয় লঙ্কা বােলার দুসমন্ত চামিরা। তবে অর্ধশতরান হাঁকালেন ভারতের সূর্যকুমার যাদব।
![Ind vs SL 1st T20I: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে অর্ধশতরান সূর্যকুমার যাদবের India vs Sri Lanka 1st T20I: India given target of 165 runs to Sri Lanka in first T20 R Premadasa Stadium Ind vs SL 1st T20I: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে অর্ধশতরান সূর্যকুমার যাদবের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/25/ff26e0ce8935ddfdf010bd2f1f456c7d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলম্বো: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অর্ধশতরান হাঁকালেন ভারতের সূর্যকুমার যাদব। দুরন্ত ব্যাটিং করলেন অধিনায়ক শিখর ধবন। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে বোর্ডে ১৬৪৫ রান তুলে নিল ভারতীয় দল। এদিন টি-টোয়েন্টিতে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় পৃথ্বী শ ও বরুণ চক্রবর্তীর।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন সনাকা। ম্যাচের প্রথম বলেই পৃথ্বী শকে ফিরিয়ে দেয় লঙ্কা বােলার দুসমন্ত চামিরা। কিন্তু এরপরই পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন শিখর ও স্যামসন। স্যামসন ভাল শুরু করেও ২০ বলে ২৭ রান করে আউট হন। নিজের ইনিংসে ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি হাঁকান সঞ্জু।
এরপর সূর্যকুমার যাদবকে নিয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন ধবন। যদিও তিনিও ফিরে যান অর্ধশতরানের একদম কাছে গিয়ে। ৪৬ রানের ইনিংস খেলে আউট হন ভারত অধিনায়ক। তবে সূর্য ছিলেন তাঁর চেনা মেজাজে। ৩৪ বলে ৫০ রান করেন তিনি। নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। এরপর বাকিরা মিলে দলের স্কোর দেড়শো পার করে দেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান বোর্ডে তুলে নেয় ভারত।
চলতি বছরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই টি-টোয়েন্টি সিরিজই পাখির চোখ ভারতীয় দলের। টিম কম্বিনেশন সাজানো থেকে শুরু করে সবকিছুই ঝালিয়ে নেওয়ার পালা। অন্যদিকে কোচ রাহুল দ্রাবিড়ের সামনে জাতীয় দলের কোচ হিসেবে দ্বিতীয় সিরিজ জয়ের হাতছানি। এর আগে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। সিরিজ পকেটে পুরে ফেলার পর শেষ ম্য়াচে ছিল শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের সুযোগ ছিল ভারতের সামনে। সেটা অবশ্য করতে পারেনি রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন ভারত। ব্যাটিং বিপর্যয়ের জেরে প্রেমদাসায় সিরিজের শেষ ম্যাচে ৩ উইকেটে হারতে হয়েছে ভারতকে। যদিও হারের মাঝেও উজ্জ্বল অভিষেককারী রাহুল চাহার (৩/৫২), চেতন সাকারিয়াদের (২/৩৪) অদম্য লড়াই। তবে হাতে রানের পুঁজি এতটাই কম ছিল যে সিংহলিদের রক্তচাপ বাড়ালেও ম্যাচ জেতার মতো অবস্থায় কখনই ছিল না ভারত। আভিস্কা ফার্নান্দো (৭৬) ও ভানুকা রাজাপক্ষের (৬৫) জোড়া অর্ধশতরানে ভর করে রান তাড়া করার শুরুতেই ম্যাচের দখল নিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)