India vs Wales Hockey: হরমনপ্রীতের হ্যাটট্রিক, ওয়েলসকে হারিয়ে হকির সেমিতে ভারতীয় দল
Commonwealth Games 2022: প্রথম কোয়ার্টারে ২ দলই তুল্যমূল্য লড়াই করে। কিন্তু কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। তবে দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোল পেয়ে যায় ভারতীয় হকি দল।
বার্মিংহ্যাম: কমনওয়েলথ গেমসে হকিতে দুরন্ত জয় ভারতের। ওয়েলসের বিরুদ্ধে পুল বি-র ম্যাচে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতীয় হকি দল (Indian Hockey Team)। হ্যাটট্রিক করলেন হরমনপ্রীত সিংহ (Harmanpreet Singh)। একই সঙ্গে ওয়েলসের (Wales) বিরুদ্ধে জয় পেয়ে সেমিতে পৌঁছে গেল ভারতীয় হকি দল।
প্রথম কোয়ার্টারে ২ দলই তুল্যমূল্য লড়াই করে। কিন্তু কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। তবে দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোল পেয়ে যায় ভারতীয় হকি দল। হরমনপ্রীত প্রথম গোলটি করেন। এর কিছুক্ষণ পরেই পেনাল্টি কর্নার থেকে ম্যাচে নিজের ও দলের দ্বিতীয় গোলটিও করেন হরমনপ্রীত (Harmanpreet Singh)। হাফ টাইমের খেলার স্কোর ছিল ভারত-২, ওয়েলস-০।
তৃতীয় কোয়ার্টারে হরমনপ্রীতের আরও একটি গোল। একইসঙ্গে ম্যাচে হ্যাটট্রিক করেন এই হকি তারকা। ১৯, ২০ ও ৪০ মিনিটে দেশের হয়ে গোল করেন হরমনপ্রীত। চতুর্থ কোয়ার্টারে ভারতের হয়ে শেষ গোলটি করেন গুরজান্ত। শেষ বাঁশি বাজার আগে পেনাল্টি কর্নার থেকে ম্যাচে নিজেদের একটিমাত্র গোল করে ওয়েলস। তবে ম্যাচে জয় ততক্ষণে নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতীয় হকি দলের।
পদক নিশ্চিত করলেন জেসমিন
ঠাকুরদা হাওয়া সিংহ ছিলেন দেশের একমাত্র বক্সার যিনি এশিয়াদের মঞ্চে টানা সোনা জিতেছিলেন। বক্সিং (Boxing) যে তাঁর রক্তেই ছিল। এবার পারিবারিক সেই ঐতিহ্য বজায় রাখলেন জেসমিন লামবোরিয়া (Jaismine Lamboria)। মহিলাদের ৬০ কেজি লাইটওয়েট বিভাগে ব্রোঞ্জ নিশ্চিত করলেন তিনি। নিউজিল্য়ান্ডের প্রতিপক্ষ ট্রয় গার্টনের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন জেসমিন। কোয়ার্টার ফাইনালে পুরো ম্যাচেই একাধিপত্য বজায় রেখে ম্যাচে জয় ছিনিয়ে নিলেন জেসমিন। এবারের কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে প্রথম থেকেই ভাল পারফর্ম করে আসছেন ভারতীয় বক্সাররা। এখন দেখার মহিলাদের বক্সিংয়ে রুপো বা সোনা জিততে পারেন কি না জেসমিন।
আরও পড়ুন: প্যারা টেবিল টেনিস ইভেন্টে সেমিফাইনালে পৌঁছে গেলেন ভাবিনা পটেল