Commonwealth Games: প্যারা টেবিল টেনিস ইভেন্টে সেমিফাইনালে পৌঁছে গেলেন ভাবিনা পটেল
Commonwealth Games 2022: নিজের তৃতীয় গ্রুপ ওয়ান সিঙ্গলসে ম্যাচে ফিজির আকানিসি লাতুর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছেন ভাবিনা। ম্যাচে ভাবিনা জয় পেয়েছে ১১-১, ১১-৫, ১১-২ ব্যবধানে।
বার্মিংহ্যাম: টোকিও প্যারালিম্পিক্সের মঞ্চে রুপো জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন। এবার আরও একবার নিজের জাত চেনাচ্ছেন ভাবিনা পটেল। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের প্যারা ইভেন্টে টেবিল টেনিসে নিজের তৃতীয় গ্রুপ ওয়ান সিঙ্গলসে ম্যাচে ফিজির আকানিসি লাতুর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছেন ভাবিনা। ম্যাচে ভাবিনা জয় পেয়েছে ১১-১, ১১-৫, ১১-২ ব্যবধানে। স্ট্রেট গেমে জয় ছিনিয়ে নিয়েছেন ভাবিনা।
এর আগের ২ টো ম্যাচেও জয় পেয়েছিলেন ভাবিনা। অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বী ড্যানিয়েলা ডি তোরোর বিরুদ্ধে জয় পেয়েছিলেন। এছাড়াও ভাবিনা জয় পেয়েছিলেন নাইজেরিয়ার প্রতিযোগীর বিরুদ্ধেও জয় ছিনিয়ে নিয়েছিলেন ভাবিনা। উল্লেখ্য, আগামী শুক্রবার সেমিফাইনালে খেলতে নামবেন ভাবিনা।
#ParaTableTennis Update 🚨@BhavinaOfficial defeats Akanisi (FIJ) 3-0 in the final group match. She has qualified for the semi-finals 👍
— SAI Media (@Media_SAI) August 4, 2022
All the best Champ 👍#Cheer4India 🇮🇳#India4CWG2022 pic.twitter.com/ubwIsMF8mA
ভাবিনা জিতলেও হেরে গিয়েছেন ভারতের আরেক প্যারা টেবিল টেনিস প্লেয়ার বেবি শাহানা রবি। অস্ট্রেলিয়ার প্রতিযোগীর বিরুদ্ধে হেরে ছিটকে যেতে হল তাঁকে। এর আগের ২টো ম্যাচেও হেরে গিয়েছিলেন শাহানা রবি। যার জন্য টানা তিন ম্যাচ হেরেই কমনওয়েলথের আসর থেকে ছিটকে যেতে হল তাঁকে।
পদক নিশ্চিত করলেন অমিত পাঙ্ঘাল
বক্সিং থেকে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ভারতের ঝুলিতে আসতে চলেছে আরও একটি পদক। পুরুষদের ৫১ কেজির কোয়ার্টার ফাইনালে স্কটল্যান্ডের লেনন মুলিগানের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে ৫-০ ব্যবধানে জয় পেয়ে সেমিতে উঠে গেলেন অমিত। এই নিয়ে চতুর্থ ভারতীয় বক্সার হিসেবে পদক নিশ্চিত করলেন অমিত পাঙ্ঘাল। এদিন শুরু থেকেই ২ জনেই আক্রমণাত্মক ছিলেন। কিন্তু ট্যাকটিকাল কিছু বিষয়ে অমিত অনেকটাই এগিয়ে ছিলেন স্কটল্যান্ডের প্রতিদ্বন্দ্বীর তুলনায়। আর সেখানেই বাজিমাত করেন তিনি।
আরও পড়ুন: কমনওয়েলথে বক্সিংয়ের ৫১ কেজি বিভাগে সেমিতে অমিত পাঙ্ঘাল, নিশ্চিত করলেন পদক