IND vs WI, 1st Test LIVE: ৪২১/৫ স্কোরে ডিক্লেয়ার ভারতের, শুরুতেই ৪ উইকেট হারিয়ে ইনিংস হারের আতঙ্কে ওয়েস্ট ইন্ডিজ
India vs West Indies, Day 3 Live Score: রোহিত-যশস্বীর ব্যাটের দাপটে প্রথম টেস্টে চালকের আসনে ভারত।
LIVE
Background
ডমিনিকা: ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টে (IND vs WI 1st Test) প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিনেও ভারতীয় দলই সম্পূর্ণভাবে দাপট দেখাল। ক্যারিবিয়ান বোলাররা কার্যত দাঁতই ফোটাতে পারলেন না। দুই ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং রোহিত শর্মা (Rohit Sharma), উভয়ই শতরান হাঁকান। দিনশেষে ভারতের স্কোর দুই উইকেটে ৩১২। টিম ইন্ডিয়া বর্তমানে ১৬২ রানে এগিয়ে রয়েছে।
রোহিত ১০৩ রানে আউট হয়ে গেলেও, যশস্বী কিন্তু নিজের স্বপ্নের অভিষেক ইনিংস অব্যাহত রাখলেন। তিনি আপাতত ১৪৩ রানে অপরাজিত রয়েছেন। বিরাট কোহলিকেও বেশ ছন্দে দেখাচ্ছে। দিনশেষে তাঁর সংগ্রহ ৩৬ রান। তবে ওপেনিং থেকে তিন নম্বরে স্থানান্তরিত হওয়া শুভমন গিল কিন্তু ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ। তিনি মাত্র ছয় রান করেই জমেল ওয়ারিকেনের বলে সাজঘরে ফেরেন।
প্রথম দিনের শেষে ভারতীয় ওপেনাররা কিন্তু বেশ ভাল গতিতেই রান তুলেছিলেন। তবে দ্বিতীয় দিনের সকালে কিন্তু খুবই মন্থর গতিতে রান করেন যশস্বী ও রোহিত। বেশ দেখেশুনে এক, এক, দুই, দুই রান করে খেলা এগিয়ে যান দুই তারকা। দিনের খেলা শুরু হওয়ার পরপরই নিজের অর্ধশতরান পূরণ করেন যশস্বী। রোহিত ইনিংসের ৩৮তম ওভারে ৫০ রানের গণ্ডি পার করেন। প্রথম সেশনে মাত্র ৬৬ রান যোগ করে ভারত। তবে দ্বিতীয় সেশনে রানের গতি বাড়ানোর লক্ষ্যে আগ্রাসনের পন্থাই বেছে নেন অধিনায়ক রোহিত।
ওয়েস্ট ইন্ডিজের শর্ট পিচ বোলিং করার পরিকল্পনায় বরং ভারতের রানের গতিই বাড়ে। দেখতে দেখতেই প্রথমে যশস্বী ১৭তম ভারতীয় হিসাবে নিজের অভিষেক টেস্টে শতরান হাঁকান। তার পরে রোহিতও কেরিয়ারের দশম টেস্ট শতরানটি হাঁকিয়ে ফেলেন। দুই ওপেনার মিলে মোট ২২৯ রান যোগ করেন। এটি ভারতের তরফে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বকালের সেরা টেস্ট ওপেনিং পার্টনারশিপ।
ওয়েস্ট ইন্ডিজ বোলাররা যেখানে ওপেনিং পার্টনারশিপ ভাঙতে ব্য়র্থ হন, সেখানে দলের হয়ে অবশেষে সাফল্য এনে দেন পার্ট টাইম বোলার অ্যালিক অ্যাথানাজ়ে। তিনিই রোহিতকে ১০৩ রানে আউট করেন। শুভমন গিল আউট হওয়ার পর বিরাট কোহলি ব্যাট করতে নামেন। কোহলিও মন্থর গতিতেই ব্যাট করেন। তিনি তো প্রথম বাউন্ডারি মারতেই ৮১ বল নেন। শেষমেশ তিনি ৩৬ রানেই অপরাজিত থাকেন।
Ind vs WI Live: ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩৫/৪
রেমন রিফারকে (১১ রান) ফেরালেন জাডেজা। জেরমাইন ব্ল্যাকউড (৫ রান) ফিরলেন অশ্বিনের বলে। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩৫/৪।
Ind vs WI Live Score: ২৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ
শুরু ভারতীয় স্পিনারদের ভেল্কি। ক্রেগ ব্র্যাথওয়েটকে (৭ রান) ফেরালেন অশ্বিন। তেজনারায়ণ চন্দ্রপলকে ফেরালেন জাডেজা। ২৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ।
Ind vs WI Live: ৪২১/৫ স্কোর তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার দিল ভারত
৪২১/৫ স্কোর তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার দিল ভারত। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ২৭১ রানের লিড নিয়ে। ৩৭ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাডেজা।
Ind vs WI Live: ৭৬ রান করে ফিরলেন কোহলি
৭৬ রান করে রাহকিম কর্নওয়ালের বলে লেগ স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন কোহলি। ভারতের স্কোর ৪১২/৫। ২৬৩ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।
Ind vs WI Live Update: ৭২ রানে থাকা বিরাট কোহলির ক্যাচ ফেললেন ক্যারিবিয়ান উইকেটকিপার
কেমার রোচের বলে ব্যক্তিগত ৭২ রানে থাকা বিরাট কোহলির ক্যাচ ফেললেন ক্যারিবিয়ান উইকেটকিপার জোশুয়া দ্য সিলভা। ভারতের স্কোর ৪০৪/৪।