এক্সপ্লোর
Advertisement
টি-২০ বিশ্বকাপে হারের বদলার লক্ষ্যে ধোনিবাহিনী
ফ্লোরিডা: পাঁচ মাস আগে ওয়াংখেড়েতে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ভারতের কাপ জয়ের স্বপ্ন আরব সাগরে ডুবে গিয়েছিল। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সেই হারের বদলা নেওয়ার লক্ষ্যে নামছে মহেন্দ্র সিংহ ধোনির দল।
আমেরিকায় এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে নামবে ভারত৷ চেনা শত্রু, অচেনা যুদ্ধক্ষেত্র৷ বেসবল, বাস্কেটবল, রাগবির দেশে এবার ক্রিকেটের পদধ্বনি৷ প্রথম আনুষ্ঠানিক সফরে মার্কিন মুলুকে ভারতীয় ক্রিকেট দল৷ ফ্লোরিডার সেন্ট্রাল ব্রাওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ ম্যাচ৷ এর আগেও বেশ কয়েকটি টি-২০ ম্যাচের সাক্ষী হয়েছে যে স্টেডিয়াম৷ টেস্ট সিরিজ জয়ের পর টি-২০-তেও এবার ক্যারিবিয়ান-বধের ব্লু-প্রিন্ট৷ টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালের বদলার অঙ্গীকার৷
টিম ইন্ডিয়ার ত্রিশক্তি কোচ অনিল কুম্বলে, অধিনায়ক ধোনি আর বিরাট কোহলি, যিনি আবার ভারতের টেস্ট অধিনায়ক৷ ম্যাচের আগের দিন তিন মহারথীর মধ্যে বেশ কিছুক্ষণ ধরে চলল শলা-পরামর্শ৷ সদ্য টেস্ট সিরিজ জিতে এসেছেন৷ আর সেই অভিজ্ঞতাই কোচ-অধিনায়কের সঙ্গে ভাগ করে নিলেন বিরাট৷ ফলাফল যাই হোক, একটা দুর্দান্ত ম্যাচ উপহার দিতে পারে ফ্লোরিডার স্টেডিয়াম, দাবি কোচ কুম্বলের৷
কোহলি-কুম্বলে যুগলবন্দি জিতিয়েছে টেস্ট সিরিজ৷ টি-২০-তে কি হবে সাফল্যের পুনরাবৃত্তি? কোচ কুম্বলে আর ক্যাপ্টেন কুল যুগলবন্দি এই প্রথম৷ কোচ হিসেবে প্রথম টেস্ট সিরিজে সাফল্য পাওয়ার পর এবার টি-২০ সিরিজেও সাফল্য চাইছেন কুম্বলে।
ভারত ও ক্যারিবিয়ান শিবির এই সিরিজে পূর্ণশক্তির দল নিয়েই খেলতে নামছে। ফলে কোহলি বনাম ক্রিস গেইল টক্কর দেখার অপেক্ষায় প্রবাসী ভারতীয়রা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement