![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Corona Vaccination: ইংল্যান্ড যাওয়ার আগে করোনার টিকাকরণ মিতালি-ঝুলনদের
ইংল্যান্ডে পৌঁছে ১৬ জুন ব্রিস্টলে সফরের একমাত্র টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতের মহিলা দল। ২৭ জুন শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ। ৯ ও ১১ জুলাই দুটো টি-টোয়েন্টি ম্যাচ খেলে দেশে ফিরে আসবেন হরমনপ্রীতরা।
![Corona Vaccination: ইংল্যান্ড যাওয়ার আগে করোনার টিকাকরণ মিতালি-ঝুলনদের India women cricket team vaccinated All players first dose of vaccination respective cities ahead England series Corona Vaccination: ইংল্যান্ড যাওয়ার আগে করোনার টিকাকরণ মিতালি-ঝুলনদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/29/581d6790766f4f2578e8e956fdb20947_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বিরাট কোহলিদের সঙ্গে আগামী ২ জুন একই বিমানে করে ইংল্যান্ড রওনা হওয়ার আগে ভারতীয় মহিলা দলের সকল ক্রিকেটারদের করোনার টিকাকরণের প্রথম ডোজ় সম্পন্ন। ভারতীয় বোর্ডের এক কর্তা জানিয়েছেন, মহিলা ক্রিকেটারদের অনেকেই মুম্বইয়ে জাতীয় দলের শিবিরে আসার আগে নিজের নিজের শহরে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় নিয়েছেন। যাঁরা নেননি, বৃহস্পতিবার তাঁদের সকলকে করোনা টিকার প্রথম ডোজ় দেওয়া হয়েছে।
মুম্বইয়ে বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মাদের সঙ্গে একই হোটেলে রয়েছেন মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা। আগামী ২ জুন রোহিত, ঋষভ পন্থদের সঙ্গে একই বিমানে বিলেতে উড়ে যাবেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। ইংল্যান্ড সফর চলাকালীন সেখানেই দ্বিতীয় টিকা নেবেন মহিলা ক্রিকেটারেরা। তার আগে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় নেওয়ার ছবি ট্যুইট করে মহিলা দলের অলরাউন্ডার দীপ্তি শর্মা লিখেছেন, ‘প্রথমে সূঁচ ফোটাতে ভয় পেলেও অবশেষে টিকা নিয়েই ফেললাম। এই ভাইরাস থেকে বাঁচতে আপনারাও সবাই টিকা নিন। সুস্থ থাকুন।’
ইংল্যান্ডে পৌঁছে ১৬ জুন ব্রিস্টলে সফরের একমাত্র টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতের মহিলা দল। ২৭ জুন শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ। ৯ ও ১১ জুলাই দুটো টি-টোয়েন্টি ম্যাচ খেলে দেশে ফিরে আসবেন হরমনপ্রীতরা। নাম প্রকাশ করা যাবে না এই শর্তে বোর্ডের এক কর্তা বলেছেন, “ভারতীয় মহিলা দলের অনেক ক্রিকেটার আগেই টিকা নিয়ে ফেলেছিল। তবে যাদের টিকা নেওয়ার বাকি ছিল তাদের এখানে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।”
ভারতীয় পুরুষ দলের হেড কোচ রবি শাস্ত্রী আগেই করোনা ভ্যাকসিন নিয়েছেন। সস্ত্রীক করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন অজিঙ্কা রাহানেও। ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ভারত অধিনায়র বিরাট কোহলি, পেসার ইশান্ত শর্মা-সহ প্রত্যেকে। ইংল্যান্ড সফরে উড়ে যাওয়ার আগে ভারতীয় ক্রিকেটারদের করোনা ভ্যাকসিন নিতে হবে, এমনটাই নির্দেশ বোর্ডের। তবে করোনা থেকে সেরে ওঠা ঋদ্ধিমান সাহা ও প্রসিদ্ধ কৃষ্ণ করোনার টিকা নেননি। সদ্য় করোনামুক্ত হয়েছেন দুজনে এবং ৮৪ দিন না গেলে তাঁরা ভ্যাকসিন নিতে পারবেন না।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)