Indian Cricket Team: ১০ বছর আগে এই দিনেই শেষ ICC ট্রফি জিতেছিল ভারত, কবে কাটবে খরা?
BCCI: রুদ্ধশ্বাস সেই ম্যাচে অ্যালেস্টেয়ার কুকের ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে ট্রফি জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির টিম ইন্ডিয়া। সেই শেষ। তারপর দেখতে দেখতে ১০ বছর কেটে গিয়েছে।
মুম্বই: বার্মিংহামের সেই রাত এখনও সকলের মনে উজ্জ্বল হয়ে রয়েছে।
২০১৩ সালের ২৩ জুন। চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) ফাইনাল। মুখোমুখি ভারত ও ইংল্যান্ড (Ind vs Eng)। কিন্তু শুরুতেই বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। যার জন্য ওয়ান ডে ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে দিতে হয়। ম্যাচটি কার্যত টি-টোয়েন্টিই হয়ে দাঁড়ায়। প্রত্যেক দল যেখানে ২০ ওভার করে খেলার সুযোগ পায়।
আর রুদ্ধশ্বাস সেই ম্যাচে অ্যালেস্টেয়ার কুকের ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে ট্রফি জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির টিম ইন্ডিয়া। সেই শেষ। তারপর দেখতে দেখতে ১০ বছর কেটে গিয়েছে। আর কোনও আইসিসি (ICC) ট্রফি জেতেনি ভারত। ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল - একের পর এক আইসিসি টুর্নামেন্টের বড় ম্যাচে হেরে বিদায় নিয়েছে ভারত।
শুক্রবার ফের এক ২৩ জুন। ধোনির নেতৃত্বে ইংল্যান্ড-বধ করে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের এক দশক পূর্তি। সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভারতের শেষ আইসিসি ট্রফি জয়ের সুখস্মৃতি রোমন্থন চলল। পাশাপাশি চলল ভক্তদের হাহুতাশ। অনেকেই প্রশ্ন করলেন, ফের কবে আইসিসি ট্রফি জিতবে ভারত? কবে কাটবে আইসিসি ট্রফির খরা?
১০ বছর আগে বার্মিংহামে বৃষ্টিবিঘ্নিত সেই ফাইনালে প্রথমে ব্যাট করেছিল ভারত। টস জিতে স্যাঁতস্যাঁতে আবহে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংরেজ অধিনায়ক কুক। ভারতের শুরুটা ভাল হয়নি। মাত্র ৯ রান করে ফিরে যান রোহিত শর্মা। তবে ইনিংসের হাল ধরেন শিখর ধবন ও বিরাট কোহলি। ২৪ বলে ৩১ রান করেন ধবন। ৩৪ বলে ৪৩ রান কিংগ কোহলির। তবে এরপরই ব্যাটিং ধস নামে ভারতের। রান পাননি দীনেশ কার্তিক (৬), সুরেশ রায়না (১)। মহেন্দ্র সিংহ ধোনিও কোনও রান না করে ফেরেন। আর অশ্বিন মাত্র ১ রান করে রান আউট হয়ে যান।
তবে শেষ দিকে পাল্টা লড়াই করেন রবীন্দ্র জাডেজা। ৭ নম্বরে নেমে ২৫ বলে অপরাজিত ৩৩ রান করেন জাডেজা। ২০ ওভারে ১২৯/৭ তোলে ভারত। ইংরেজ বোলারদের মধ্যে রবি বোপারা ৩ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কুককে হারায় ইংল্যান্ড। এরপরই ভারতীয় স্পিনারদের কামাল শুরু। ইয়ান বেলকে তুলে নেন জাডেজা। জোনাথন ট্রট ও জো রুটকে ফিরিয়ে দেন অশ্বিন। অইন মর্গ্যান ও রবি বোপারা ফেরেন ইশান্ত শর্মার বলে। জস বাটলারকে তুলে নেন জাডেজা। শেষ পর্যন্ত ১২৪/৮ স্কোরে আটকে যায় ইংল্যান্ড। মাত্র ৫ রানে ম্যাচ জেতে ভারত। ট্রফি ওঠে ধোনির হাতে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: নেতৃত্বে রোহিতই, ক্যারিবিয়ান সফরের জন্য ভারতীয় টেস্ট এবং ওয়ান ডে দলের ঘোষণা করল বিসিসিআই