Lakshya Sen: নিজের জেলায় ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, সোশ্য়াল মিডিয়ায় সমবেদনা জানিয়ে পোস্ট লক্ষ্য সেনের
Almoa Bus Accident: জেলা কর্তৃপক্ষের মতে, ৪৫ সিটের যাত্রীবাহী বাসটি গত ৪ নভেম্বর সকালে গাড়ওয়ালের পাউরি থেকে কুমায়নের রামনগর যাওয়ার সময় মার্চুলায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়৷
আলমোড়া: নিজের জেলায় ভয়ঙ্কর বাস দুর্ঘটনা। উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনায় (Bus Accident) ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। গত ৪ নভেম্বর খাদে এক যাত্রীবাহী বাস পড়ে যায় সেখানে। ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। সোমবার পর্যন্ত সূত্রের খবর মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে, অন্য়দিকে ২৭ জন গুরুতর আহত। এই ঘটনায় শোকপ্রকাশ করলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন (Lakshya Sen)।
লক্ষ্য় নিজে আলমোড়ার বাসিন্দা। দেশের ব্যাডমিন্টনের নতুন পোস্টার বয় মুহূর্তে লক্ষ্য। তাঁর বাড়িও আলমোড়া জেলায়। অর্থাৎ ঘটনাস্থলের একদম কাছেই। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লক্ষ্য লিখেছেন, ''ভীষণ বিধ্বস্ত লাগছে আলমোড়ার বাস দুর্ঘটনার খবর জানার পর থেকে। আমার শহরে এই ঘটনা হয়েছে। দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত সুস্থতা কামণা করি। আর যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।''
Devastated by the news from Almora, my hometown. My heart goes out to all the families impacted by this terrible accident. Deepest condolences to the families who lost their loved ones. 🙏🏻
— Lakshya Sen (@lakshya_sen) November 5, 2024
জেলা কর্তৃপক্ষের মতে, ৪৫ সিটের যাত্রীবাহী বাসটি গত ৪ নভেম্বর সকালে গাড়ওয়ালের পাউরি থেকে কুমায়নের রামনগর যাওয়ার সময় মার্চুলায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়৷ দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর অন্তত ন'জনের মৃত্যু হয়েছে বলে খবর। তিনজন যাত্রীকে এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয়েছে। অবস্থা সঙ্কটজনক হওয়ায় এইমস-এ তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। আলমোড়া ও রামনগরের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন, এমনটাই জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, জেলা প্রশাসনকে উদ্ধার অভিযান দ্রুততার সঙ্গে করতে বলা হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, "আলমোড়া জেলার মার্চুলায় ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক বাস দুর্ঘটনায় যাত্রীদের হতাহত হওয়ার অত্যন্ত দুঃখজনক সংবাদ পেয়েছি। জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে"।
আরও পড়ুন: আইপিএলে এখন কোটিপতি রিঙ্কু, আলিগড়ে নাইট তারকার প্রাসাদসম বাড়ি কিনলেন নাইট তারকা