BCCI: বছরের প্রথম দিনই টি-২০ বিশ্বকাপের ব্যর্থতার কারণ খুঁজতে রোহিত-দ্রাবিড়দের সঙ্গে বৈঠক
Team India: ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে গোটা বিশ্বের মতোই ভারতেও উন্মাদনা। নতুন বছরে নতুন করে শুরু করতে চাইছে টিম ইন্ডিয়াও।
মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছিল ভারত। কিন্তু টিম ইন্ডিয়ার স্বপ্নপূরণ হয়নি। খালি হাতেই অস্ট্রেলিয়া থেকে ফিরতে হয় রোহিত শর্মা বাহিনীকে। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে পরাস্ত হয় ভারত। ভারতীয় দলের পারফরম্যান্সে একেবারেই খুশি নয় ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের চুলচেরা বিশ্লেষণ করতে ২০২৩ সালের প্রথম দিনই পর্যালোচনায় বসছেন বোর্ড কর্তারা।
ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে গোটা বিশ্বের মতোই ভারতেও উন্মাদনা। নতুন বছরে নতুন করে শুরু করতে চাইছে টিম ইন্ডিয়াও। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা কাটাছেঁড়া করতে বসছে বছরের প্রথম দিনই। বোর্ড সূত্রে খবর, ১ জানুয়ারি মুম্বইয়ের ক্রিকেট সেন্টারে কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বৈঠকে বসছেন বোর্ড কর্তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের পর্যালোচনা হবে। বৈঠকে থাকবেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভি ভি এস লক্ষ্মণও। যিনি জাতীয় দলকে কয়েকটি সিরিজে প্রশিক্ষণও দিয়েছেন।
৩ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ভারতের। তার আগেই ভবিষ্যতের রূপরেখা ঠিক করে নিতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। এই বছরই দেশের মাটিতে রয়েছে ওয়ান ডে বিশ্বকাপও। ২০১১ সালে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল ভারত। ফের সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে মরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড। কোনওরকম ফাঁক রাখতে চাইছে না পরিকল্পনা ও প্রস্তুতিতে।
সেরা পারফর্মার পন্থ, বুমরা
দেখতে দেখতে আরও একটা বছর কেটে গেল। ভারতীয় ক্রিকেটের জন্য এই বছর ছিল সাফল্য-ব্যর্থতায় মোড়া। টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানের মালিক হয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। বল হাতে সবেচেয়ে সফল যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। কাকতালীয় ভাবে এই মুহূর্তে ২ জনই চোটের জন্য মাঠের বাইরে। বুমরা কিছুটা সেরে উঠলেও পন্থ গতকালই মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন।
টেস্ট ক্রিকেটে চলতি বছর ৭টি ম্যাচ খেলেছেন ঋষভ পন্থ। ৬৮০ রান করেছেন বাঁহাতি উইকেট কিপার ব্য়াটার। ৬১.৮১ গড়ে রান করেছেন পন্থ। ঝুলিতে রয়েছে ২টো শতরান। সর্বোচ্চ ১৪৬ রান করেছেন। অন্যদিকে যশপ্রীত বুমরা ৫ ম্যাচে মোট ২২টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং ফিগার ২৪/৫। চলতি বছরে দুবার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: 'গাড়িটা আস্তে চালাস', পন্থকে আগেই সাবধান করেছিলেন ধবন