Asia Cup 2023 Final: গোটা টুর্নামেন্টে মাত্র ১ টি হার দুই দলের, কীভাবে এশিয়া কাপের ফাইনালে ভারত, শ্রীলঙ্কা?
IND vs SL Asia Cup 2023 Final: শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টুর্নামেন্টে একবারই মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচে ৪১ রানে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। ম্য়াচে নজর কাড়েন লঙ্কা স্পিনার দুনিথ ওয়ালালাগে।
কলম্বো: এশিয়া কাপের ফাইনালে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। ২০১৮ সালে শেষবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। সেবারও অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। আজও দলের নেতৃত্বে হিটম্য়ানই। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত মাত্র একবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হারতে হয়েছে মেন ইন ব্লুজদের। অন্যদিকে শ্রীলঙ্কা ভারতের বিরুদ্ধে হারলেও আর কোনও ম্যাচে হারেনি।
কীভাবে ফাইনালে উঠল ভারত?
এবারের এশিয়া কাপে অন্যতম ফেভারিট দল হিসেবে খেলতে এসেছিল ভারত। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ছিল পাকিস্তান শিবির। কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচের কোন ফলাফল নির্ধারিত হয়নি। এরপর নেপালের বিরুদ্ধে গ্রুপের দ্বিতীয় ম্যাচে খেলতে নামেন রোহিতরা। প্রত্যাশিতভাবেই সেই ম্যাচে ১০ উইকেট জয় ছিনিয়ে নেয় রাহুল দ্রাবিড়ের দল। প্রথম দল হিসেবে টুর্নামেন্টের সুপার ফোরে জায়গা পাকা করে নেয় টিম ইন্ডিয়া। এরপর সুপার ফোরে ফের পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল তারা। সেই ম্যাচেই দীর্ঘদিন পরে চোট সারিয়ে দলে ফেরেন কে এল রাহুল। আর ফিরেই শতরান হাঁকান তিনি। নিজের ওয়ান ডে কেরিয়ারের ৪৭ তম শতরান করেন বিরাট কোহলিও। ২২৮ রানে সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত। সচিনের থেকে এই ফর্ম্যাটে সেঞ্চুরির নিরিখে আর মাত্র ২ টো সেঞ্চুরি পিছিয়ে কোহলি। সুপার ফোরে এর পরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধেও ৪১ রানে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। সুপার ফোরে শেষ ম্যাচ ছিল বাংলাদেশের বিরুদ্ধে। নিয়মরক্ষার এই ম্য়াচে রিজার্ভ বেঞ্চের অনেক প্লেয়ারকে খেলিয়েছিল টিম ম্যানেজমেন্ট। একাদশের বাইরে ছিলেন বিরাট, বুমরা, হার্দিকের মত তারকারা। এই একটি ম্যাচেই হারতে হয় ভারতকে। ৬ রানে ম্যাচ জিতে যায় শাকিবের দল।
কীভাবে ফাইনালে উঠল শ্রীলঙ্কা?
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারের এশিয়া কাপে নেমেছিল শ্রীলঙ্কা। বাড়তি প্লাস পয়েন্ট ছিল ঘরের মাঠে খেলার সুবিধে। এই নিয়ে টানা দুবার এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিল লঙ্কা ব্রিগেড। দাসুন শনাকার নেতৃত্বেই গত বছর এই টুর্নামেন্টে জয় ছিনিয়ে নিয়েছিল দ্বীপরাষ্ট্রটি। গ্রুপ পর্বে পরপর দুটো ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তানকে হারিয়ে দেয় শ্রীলঙ্কা। সুপার ফোরে শনাকাদের প্রথম প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। টাইগারদের ২১ রানে হারায় তারা। দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার দলের বিরুদ্ধে ৪১ রানে হারতে হয় লঙ্কা বাহিনীকে। সেই ম্যাচে ব্যাট-বলে নজর কাড়েন দুনিথ ওয়ালালাগে। তবে এই ম্যাচ হারলেও পরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে ফাইনাল নিশ্চিত করে নেয় শ্রীলঙ্কা।