Shreyas Buys Mercedes SUV: বিলাসবহুল এই গাড়িটি কিনলেন শ্রেয়স, দাম শুনলে চমকে উঠবেন!
Shreyas Iyer: গত আইপিএলের আগে নিলামে কলকাতা নাইট রাইডার্স ১২ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছিল শ্রেয়সকে। যদিও প্লে অফে জায়গা করে নিতে পারেনি কলকাতা।
মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারের জীবনে নতুন অতিথি। তাঁর পরিবারে এই নতুন অতিথির ছবিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইনি কোন রক্ত মাংসের মানুষ নন। এটি একটি বিলাসবহুল গাড়ি।
নতুন মার্সিডিজ এসইউভি শ্রেয়সের গ্যারাজে
কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ার সম্প্রতি একটি নতুন গাড়ি কিনেছেন। ব্র্যান্ড নতুন মার্সিডিজ এএমজি জি ৬৩ ৪ ম্যাটিক এসইউভি কিনেছেন শ্রেয়স। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৪৫ লক্ষ। গাড়ির শখ যে শ্রেয়সের রয়েছে, তা কারও অজানা নয়। ক্রিকেটের বাইরে নাচ করতে ভীষণ ভালবাসেন তরুণ এই ব্যাটার। উল্লেখ্য, গত আইপিএলের আগে নিলামে কলকাতা নাইট রাইডার্স ১২ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছিল শ্রেয়সকে। শ্রেয়সের গ্যারাজে আরও যে বিলাসবহুল গাড়িগুলো রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য ল্যামবোরগিনি ও অডি আর৫৫।
কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েই ধীরে ধীরে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। শ্রেয়সের নারী ভক্তের সংখ্যা প্রচুর। এবার আইপিএলের সময়ই যেমন একটি ঘটনা ঘটে গিয়েছে। প্রতিপক্ষ দলকে যতই কৌশলে কব্জা করে ফেলুন না কেন, এক মহিলা ভক্তের বাউন্সার তাঁকে এত অস্বস্তিতে ফেলে দেবে!
মুঝসে শাদি করোগি?
শ্রেয়সের এক মহিলা ভক্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সেই ছবিতে ওই তরুণীকে দেখা যাচ্ছে হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে। সেই প্ল্যাকার্ডে লেখা, 'মা বিয়ের জন্য ছেলে খুঁজতে বলেছে, আমাকে বিয়ে করবে শ্রেয়স আইয়ার?'
প্রোটিয়াদের বিরুদ্ধে মাঠে নামবেন
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় স্কোয়াডে রয়েছেন শ্রেয়স আইয়ার। বিরাট কোহলি না থাকায় শ্রেয়সই হয়ত আসন্ন ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিন নম্বরে ব্যাট করতে নামবেন। আগামী ৯ জুন থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।
আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে পৌঁছল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল