IFA on Football : বঙ্গ ফুটবলের উন্নতি কোন পথে, ফুটবলারদের সঙ্গে বিশেষ আলোচনায় আইএফএ
বাংলার ফুটবলকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে ফুটবলাররা তাঁদের নিজস্ব মতামত জানান।
সৌমিত্র রায়, কলকাতা : বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে এবার বঙ্গ ফুটবলারদেরই ময়দানে নামাতে উদ্যোগী বাংলা ফুটবল নিয়ামক সংস্থা (আইএফএ)। সেই সঙ্গে আইএসএলে কীভাবে আরও বেশি করে বাঙালি ফুটবলার তুলে আনা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে একঝাঁক তারকা বঙ্গসন্তান ফুটবলারদের সঙ্গে শুক্রবার বৈঠক করেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়।
রাজ্য ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার দফতরে সেই বৈঠকে হাজির ছিলেন ভারতীয় ফুটবলার প্রীতম কোটাল, শুভাশিস বসু, প্রণয় হালদার থেকে শুরু করে অরিন্দম ভট্টাচাৰ্য, শিলটন পাল, মহম্মদ রফিক, দেবজিৎ মজুমদার, সৌরভ দাস, অঙ্কিত মুখোপাধ্যায়, শুভম সেনরা।
বাংলার ফুটবলকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে ফুটবলাররা তাঁদের নিজস্ব মতামত জানান। জাতীয় দলের ফুটবলার প্রীতম কোটাল বলেন, "বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হবে। তারজন্য যা যা করার দরকার, আমরা প্রস্তাব দিয়েছি সচিবকে। প্রথমেই আইএফএ-র নিজস্ব মাঠ দরকার কলকাতা ময়দানে। যেখানে সন্তোষ ট্রফি থেকে শুরু করে বয়সভিত্তিক নানা জাতীয় টুর্নামেন্টের প্রস্তুতি হবে।"
আইএফএ সচিব জানান, আইএফএ অ্যাকাডেমি-র সঙ্গে এইসমস্ত ফুটবলারদের যুক্ত করা হবে। জয়দীপ মুখোপাধ্যায় বলেন, 'বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হলে এই বাঙালি ফুটবলারদের দরকার। এরা আইএসএল খেলে, জাতীয় দলে খেলা ফুটবলাররাও ছিল। এদের দেখেই উঠতি প্রতিভারা আরও বেশি আগ্রহ পাবে। সবার সাহায্য নিয়েই এগিয়ে যেতে হবে। আইএফএ গোলকিপার অ্যাকাডেমি-তে যাবে অরিন্দম, শিলটনরা। ওখানকার গোলকিপারদের অনুশীলন করাবেন। এছাড়াও, আইএফএ-র নিজস্ব একটা মাঠ দরকার। যে করেই হোক এটা জোগাড় করতে হবে। লক্ষ্য, আইএফএ অ্যাকাডেমি থেকে বাঙালি ফুটবলাররা যাতে আইএসএলে খেলার সুযোগ পায়।"
সদ্য বিজেপি-তে যোগ দেওয়া এটিকে মোহনবাগানের গোলকিপার অরিন্দম ভট্টাচাৰ্য বলেন, "বাংলার ফুটবলের উন্নতি স্বার্থে আমাদের মতামত নিলেন আইএফএ সচিব। খুব ভাল উদ্যোগ। বঙ্গ ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে এগিয়ে আসতে হবে।"
বাংলার ফুটবলের উন্নয়নে এভাবে বাঙালি ফুটবলারদের সঙ্গে ফুটবলের নিয়ামক সংস্থার আলোচনা নিয়ে আশাবাদী রাজ্যের ফুটবলমহল।