এক্সপ্লোর
ফের ফিফা র্যাঙ্কিংয়ে একশোর মধ্যে ভারত

নয়াদিল্লি: ফিফা র্যাঙ্কিংয়ে ফের প্রথম একশোর মধ্যে ঢুকে পড়ল ভারতীয় দল। আজ প্রকাশিত হওয়া নয়া ফিফা র্যাঙ্কিংয়ে লিবিয়ার সঙ্গে যুগ্মভাবে ৯৯ নম্বরে ভারত। সম্প্রতি কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি সুনীল ছেত্রীরা। তা সত্ত্বেও তাঁদের তিনধাপ উন্নতি হল। এখন ভারতের পয়েন্ট ৩৩৯। গত বছর ভারতীয় দল তিনবার ফিফা র্যাঙ্কিংয়ে একশোর মধ্যে ঢুকে পড়েছিল। গত জুলাইয়ে সুনীলদের র্যাঙ্কিং ছিল ৯৬। তবে বছরের শেষে ভারতের র্যাঙ্কিং ছিল ১০৫। এবার ফের একশোর মধ্যে ভারত। এশিয়ার দেশগুলির মধ্যে ভারত এখন ১৩ নম্বরে। এ মাসের ২৭ তারিখ বিশকেকে কিরগিজ প্রজাতন্ত্রের বিরুদ্ধে ২০১৯ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে ভারতীয় দল। সুনীলরা অবশ্য আগেই এই প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করে ফেলেছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















