Asian Games Squad : এশিয়ান গেমসের ভারতীয় দলে ঝিংগান, মণিপুর-ক্ষত কাটিয়ে জাতীয় দলে চিংলেনসানাও
ভারতীয় দলে ফুটবলারদের সংযোজন প্রসঙ্গে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, এশিয়ান গেমসের প্রাক্কালে ভারতীয় দলের জন্য সন্দেশ ঝিংগানের (Sandesh Jhingan) ফেরা দারুণ সুখবর।
নয়াদিল্লি : এশিয়ান গেমসের আগে ভারতীয় দলে (Indian Football Team) সুখবর। চিনে এশিয়ান মঞ্চের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সন্দেশ ঝিংগানকে পাওয়া যাবে ভারতীয় স্কোয়াডে। শুক্রবার এক বিবৃতিতে ভারতীয় ফুটবল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে খবর। এআইএফএফের তরফে জানানো হয়েছে, সন্দেশ ঝিংগান, চিংলেনসানা সিংহ ও লালচুঙ্গনুঙ্গাকে পাওয়া যাবে ভারতীয় দলের জন্য।। পাশাপাশি নাওরেম মহেশ সিংহের মেডিক্যাল টেস্ট নেওয়া হবে। যার ফলাফলের ভিত্তিতেই চূড়ান্ত হবে তাঁর দলে থাকা বা না থাকা।
একদিকে ঝিংগানকে দলে পাওয়া যেমন ভারতীয় দলের রক্ষণভাগকে শক্তিশালী করবে। তেমনই মণিপুর পর্বের ক্ষত মিটিয়ে চিংলেনসানা সিংহের (Chinglensana Singh) জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী ভারতীয় ফুটবল মহল। জাতিগত হিংসার কারণে বেশ অনেকদিন ধরে মণিপুরে আগুন জ্বলেছিল। যে পর্বে ভারতীয় দলের ডিফেন্ডার চিংলেনসানা সিংহের বাড়ি পুড়িয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। সেই সময় মণিপুরের বাইরে ছিলেন সানা। তবে তাঁর পরিবারকে নতুন তৈরি হওয়া বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল তাঁদের আত্মীয়দের বাড়িতে। যে ঘটনার পর থেকে মানসিক অশান্তির জেরে ফুটবল থেকে দূরে থাকতে বাধ্য হয়েছিলেন চিংলেনসানা। সেই অন্ধকার পর্ব কাটিয়ে ফের জাতীয় দলে ফিরলেন এই ডিফেন্ডার।
ভারতীয় দলে ফুটবলারদের সংযোজন প্রসঙ্গে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, এশিয়ান গেমসের প্রাক্কালে ভারতীয় দলের জন্য সন্দেশ ঝিংগানের (Sandesh Jhingan) ফেরা দারুণ সুখবর। আক্রমণে সুনীল ছেত্রী ও রক্ষণে ঝিংগানের থাকা ভারতীয় দলের জন্য বাড়তি স্বস্তির। অভিজ্ঞ ফুটবলাররা দলে থাকা সবসময়ই স্বস্তির। পাশাপাশি আইএসএল কর্তৃপক্ষ ভারতীয় দলের এশিয়ান গেমসের প্রস্তুতির খাতিরে কিছু ম্যাচের সূচিতে বদল ঘটানোয় তাদের প্রতি ধন্যবাদও জ্ঞাপন করেছেন তিনি। আগামী ২১ সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হতে চলেছে।
এদিকে, এশিয়ান গেমসের জন্য সন্দেশ ঝিংগানকে দলে পাওয়া নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচও।
আরও পড়ুন- শুভমনের সেঞ্চুরি বিফলে, দুরন্ত বোলিংয়ে ভারতকে ৬ রানে হারাল বাংলাদেশ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial