Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন ভারতের পুরুষ ও মহিলা টেবিল টেনিস দল
Indian Table Tennis Team: নিউজিল্যান্ড ও চিলিকে হারিয়ে দেয় তারা। কাজাখাস্তানের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে জিতে তিন নম্বর পজিশনে শেষ করে প্লে অফে জায়গা পাকা করে নিয়েছিল ভারত।
নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) খেলার যোগ্যতা অর্জন করল ভারতের পুরুষ ও মহিলা টেবিল টেনিস দল (Indian Table Tennis Team)। অলিম্পিক্সের ইতিহাসে এই প্রথমবার ভারতের পুরুষ ও মহিলা ২ দলই টেবিল টেনিসে টুর্নামেন্টে খেলতে নামার যোগ্যতা অর্জন করল। গত মাসে বুসানে আয়োজিত হয়েছিল বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ (World Table Tennis Championship)। সেখানেই গ্রুপ পর্বে তিন দেশের বিরুদ্ধে হেরে যায় ভারত। চিন, পোল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হেরে যান ভারতের প্যাডলাররা। কিন্তু নিউজিল্যান্ড ও চিলিকে হারিয়ে দেয় তারা। কাজাখাস্তানের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে জিতে তিন নম্বর পজিশনে শেষ করে প্লে অফে জায়গা পাকা করে নিয়েছিল ভারত।
Many congratulations to Men’s and Women’s Table Tennis Team on securing a historical Olympic Quota for @Paris2024.
— Team India (@WeAreTeamIndia) March 4, 2024
Wishing all our athletes the very best for their preparations and successful show at the Olympics.#WeAreTeamIndia | #TableTennis pic.twitter.com/nw9BCg1fNg
আন্তর্জাতিক টেবিল টেনিস ক্রমতালিকায় প্রথম ষোলোয় থাকলে তবেই অলিম্পিক্সের টিকিট পাওয়া যায় নিয়ম অনুযায়ী। শেষ যে ক্রমতালিকা প্রকাশিত হয়েছে তাতে মহিলা দল ১৩ নম্বরে ও পুরুষ দল ১৫ নম্বরে রয়েছে। ফলে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন শরথ-মণিকারা। ভারতীয় পুরুষ দলের অভিজ্ঞ তারকা শরথ কমল নিজের সোশ্য়াল মিডিয়ায় লিখেছেন, ''শেষমেশ অলিম্পিকের টিম ইভেন্টে নামার জন্য যোগ্যতা অর্জন করল ভারতীয় টেবিল টেনিস দল। যা আমি দীর্ঘদিন ধরে চেয়ে এসেছি। এটা সত্যি সত্যিই একটা স্পেশাল জিনিস। আমার পঞ্চমবারের চেষ্টাতে আমি অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলাম। আমাদের মেয়েদের দলকেও আমি কুর্নিশ জানাই অলিম্পিক্সে ঐতিহাসিক যোগ্যতা অর্জনের জন্য।''
এর আগে টোকিও অলিম্পিক্সে চতুর্থ স্থান অধিকার করেছিল ভারতীয় মহিলা হকি দল। সেবার পদক মিস করলেও রানি রামপলদের পারফরম্য়ান্স প্রশংসা কুড়িয়েছিল বিশ্বজুড়ে। কিন্তু আসন্ন অলিম্পিক্সে দেখা যাবে না ভারতের মহিলা হকি দলকে। পারেননি ঈশিকা, দীপিকারা। জাপানের বিরুদ্ধে ১-০ গোলে হেরে প্যারিস অলিম্পিক্স খেলার স্বপ্নভঙ্গ হয়ে গিয়েছিল মহিলা হকি দল। এফআইএইচ কোয়ালিফায়ারে তৃতীয় স্থানাধিকারীর ম্য়াচটি জাপানের বিরুদ্ধে জিতলে অলিম্পিক্সের টিকিট নিশ্চিত হয়ে যেত। কিন্তু তা পারেননি ভারতের মহিলা হকি দল।
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড নেই কোনও ভারতীয়র, রোহিতই কি তালিকায় প্রথম হবেন?