(Source: ECI/ABP News/ABP Majha)
India Open Badminton 2022: ইন্ডিয়া ওপেনে করোনার হানা, সংক্রমিত কিদম্বী শ্রীকান্ত, অশ্বিনী পোনাপ্পা সহ ৭ ভারতীয়
Corona Update: আই লিগ, আইএসএল-এর মতো প্রতিযোগিতাগুলিতে আগেই করোনাভাইরাসের ছায়া পড়েছে, এবার ইন্ডিয়া ওপেন ২০২২ ব্যাডমিন্টন প্রতিযোগিতাতেও হানা দিল করোনা। সংক্রমিত ৭ ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়।
নয়াদিল্লি: করোনা সংক্রমণ থেকে রেহাই পেল না ইন্ডিয়া ওপেন ২০২২ ব্যাডমিন্টন প্রতিযোগিতাও। কিদম্বী শ্রীকান্ত সহ সাতজন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় করোনা সংক্রমিত হলেন। শ্রীকান্ত ছাড়াও সংক্রমিতদের মধ্যে আছেন অশ্বিনী পোনাপ্পা, রীতিকা ঠাকের, ট্রিসা জলি, মিঠুন মঞ্জুনাথ, সিমরন আমন সিংহ ও খুশি গুপ্ত। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, যে খেলোয়াড়দের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে, তাঁদের বদলে অন্য কাউকে নেওয়া সম্ভব নয়। ফলে প্রতিপক্ষ খেলোয়াড়রা ওয়াকওভার পেয়ে পরবর্তী রাউন্ডে চলে যাবেন।
ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া জানিয়েছে, মঙ্গলবার সব খেলোয়াড়েরই আরটি-পিসিআর টেস্ট করা হয়। সেই পরীক্ষায় সাতজন ভারতীয় খেলোয়াড় করোনা সংক্রমিত বলে জানা গিয়েছে। সংশ্লিষ্ট খেলোয়াড়রা আর এই প্রতিযোগিতায় যোগ দিতে পারবেন না। ফলে যাঁরা ডাবলস খেলোয়াড় আছেন, তাঁদের সঙ্গীরাও খেলতে পারবেন না। তাঁদের ইন্ডিয়া ওপেন থেকে নাম তুলে নিতে হবে।
মঙ্গলবার থেকে শুরু হয়েছে ইন্ডিয়া ওপেন। প্রথম রাউন্ডে সহজ জয় পেয়েছেন শ্রীকান্ত, পিভি সিন্ধু। প্রাক্তন জুনিয়র বিশ্বসেরা সিরিল ভার্মাকে ২১-১৭, ২১-১০ ফলে হারিয়ে দেন শ্রীকান্ত। শ্রীকৃষ্ণ প্রিয়া কুদারাবল্লীকে ২১-৫, ২১-১৬ ফলে হারিয়ে দেন সিন্ধু। সাইনা নেহওয়ালকে অবশ্য কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়। চেক প্রজাতন্ত্রের টেরেজা স্বাবিকোভার বিরুদ্ধে লড়াই করে প্রথম গেমে ২২-২০ ফলে জয় ছিনিয়ে নেন তিনি। এরপর দ্বিতীয় গেম শুরু হওয়ার পরেই চোট পেয়ে ম্যাচ ছেড়ে দেন সাইনার প্রতিপক্ষ। স্পেনের পাবলো অ্যাবিয়ানকে ২১-১৪, ২১-৭ ফলে হারিয়ে দেন এইচ এস প্রণয়। পঞ্চম বাছাই ও বিশ্বের ২৮ নম্বর রাশিয়ার ইভজেনিয়া কোসেৎস্কায়াকে ২৪-২২, ২১-১৬ ফলে হারিয় দেন অসমের অস্মিতা চালিহা।
তবে ইন্ডিয়া ওপেন ভালভাবে শুরু হওয়ার পরেও, করোনা সংক্রমণ এই প্রতিযোগিতায় আতঙ্ক তৈরি করল। দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এরই মধ্যে ইন্ডিয়া ওপেন আয়োজন করা হয়েছে। সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও একসঙ্গে এতজন খেলোয়াড় সংক্রমিত হলেন।