এক্সপ্লোর
Advertisement
টাকা দিল না প্যারালিম্পিক কমিটি, বিশ্ব সিরিজের জন্য অর্থ ধার করতে হল ভারতীয় অ্যাথলিটদের
নয়াদিল্লি: বার্লিনে বিশ্ব সিরিজে যোগ দেওয়ার জন্য অর্থ ধার করতে হল ভারতের প্যারালিম্পিক দলের ৬ জন সদস্যকে। কারণ, ভারতের প্যারালিম্পিক কমিটি এই ইভেন্টের জন্য টাকা দিতে ব্যর্থ হয়। ফলে বিদেশে গিয়ে চরম সমস্যায় পড়তে হয় ভারতীয় অ্যাথলিটদের। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনব বিন্দ্রা। ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল বলেছেন, তিনি এ বিষয়ে খোঁজ নেবেন। প্যারালিম্পিক কমিটি অবশ্য দায় এড়াতে ব্যস্ত।
This is UNACCEPTABLE. People must be held accountable. @VijayGoelBJP @narendramodi https://t.co/dBIrey8TYR
— Abhinav Bindra (@Abhinav_Bindra) July 12, 2017
সাঁতারু কাঞ্চনমালা পাণ্ডে বলেছেন, ‘বার্লিনের অভিজ্ঞতা ভয়াবহ। আমি কোনওদিন ভাবতে পারিনি, এরকম সমস্যায় পড়তে হবে। আমাকে এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য পাঁচ লক্ষ টাকা ধার করতে হয়। শুধু তাই নয়, আমাদের সঙ্গে বার্লিনে গেলেও, ইভেন্ট চলাকালীন উধাও হয়ে যান কোচ কনওয়ালজিৎ সিংহ। তিনি ৯০ পাউন্ড দাবি করেন। কোচ আমাকে কোনওরকম সাহায্য করেননি। তিনি কোথায় থাকতেন ভগবানই জানেন। একদিন হোটেলে ফেরার সময় আমার কাছে কোনও অর্থ ছিল না। ট্রামে ওঠার পর টিকিট পরীক্ষক ১২০ পাউন্ড জরিমানা করেন।’
I'm informed funds were released to Paralympic Committee by SAI on behalf of @YASMinistry. Trying to ascertain from PCI where problem lies. https://t.co/1jPUIEUuHw — Vijay Goel (@VijayGoelBJP) July 12, 2017
প্যারালিম্পিক কমিটির কর্তাদের দায়িত্বজ্ঞানহীনতার এখানেই শেষ নয়। তাঁদের গাফিলতিতে ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে যোগ দিতে বাধ্য হন কাঞ্চনমালা। যেটা তাঁর ইভেন্টই না। তা সত্ত্বেও তিনি ২০০ মিটার ইন্ডিভিজুয়াল মেডলিতে রুপো জেতেন। ১০০ মিটার ব্যাকস্ট্রোক, ১০০ মিটার ফ্রিস্টাইল ও ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে যোগ্যতা অর্জন করেন।
I've instructed my Ministry to verify the facts of this epsiode and then comment on the matter. https://t.co/1jPUIEUuHw
— Vijay Goel (@VijayGoelBJP) July 12, 2017
প্যারালিম্পিক কমিটির সহ-সভাপতি গুরচরণ সিংহের দাবি, সাই সময়মতো অর্থ দেয়নি। সেই কারণেই বার্লিনে যাওয়ার আগে প্যারা-অ্যাথলিটদের অর্থ দেওয়া সম্ভব হয়নি। এখনও তাঁদের অর্থের সমস্যা রয়েছে। তবে প্যারা-অ্যাথলিটরা বার্লিনে যে অর্থ খরচ করেছেন, সেটা তাঁদের ফিরিয়ে দেওয়া হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement