Neeraj Chopra: নীরজের নামেই প্রতিযোগিতা, অংশ নেবেন অলিম্পিয়ান অ্য়ান্ডারসন, জুলিয়াস
Neeraj Chopra Classic 2025: এই টুর্নামেন্টে ভারতের অ্য়াথলিটরা ছাড়াও অংশ নেবেন বিশ্বমঞ্চে ও অলিম্পিক্সের মঞ্চে দাপট দেখানো তারকা অ্য়াথলিটদেরও। আর্শাদ নাদিম অংশ নেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

বেঙ্গালুরু: নীরজ চোপড়া ক্লাসিক। হ্যাঁ, অলিম্পিক্সে ভারতের সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ারের নামেই এবার প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে। আগামী ২৪ মে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে শুরু হবে এই নীরজ চোপড়া ক্লাসিক। এই প্রথমবার এমন প্রতিযোগিতার আয়োজন করতে চলেছেন নীরজ চোপড়া নিজের উদ্যোগে। তবে এখন থেকে প্রতি বছরই আয়োজিত হবে এই টুর্নামেন্ট।
এই টুর্নামেন্টে ভারতের অ্য়াথলিটরা ছাড়াও অংশ নেবেন বিশ্বমঞ্চে ও অলিম্পিক্সের মঞ্চে দাপট দেখানো তারকা অ্য়াথলিটদেরও। অলিম্পিক্সের মঞ্চে নীরজের প্রতিদ্বন্দ্বী ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন ও অলিম্পিক্স পদকজয়ী অ্যান্ডারসন পিটার্স, কার্টিস থম্পসন, প্যারিস অলিম্পিক্সের ফাইনালিস্ট লুইজ মাউরিসিও দ্য সিলভা ও প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন, অলিম্পিক পদকজয়ী জুলিয়াস ইয়েগোর মত তারকারা।
নীরজ বলেন, ''বেশ কয়েকজনের সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে। এছাড়াও ইউরোপের আরও কয়েকজন অ্য়াথলিটের সঙ্গে কথা বলেছি। চেষ্টা করব ৩-৪ জন ভারতীয় অ্যাথলিট যেন অংশ নিতে পারে। এমনকী নিজেও আমি এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছি।'' প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিমের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন নীরজ। তবে আর্শাদ কোচের সঙ্গে কথা বলে প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।
এমন প্রতিযোগিতার ভাবনা হঠাৎ? এই প্রশ্নের উত্তরে নীরজ বলেন, ''আমাদের ভারতের অ্য়াথলিটরা এক্ষেত্রে বিশ্বমঞ্চে দাপট দেখানো অ্য়াথলিটদের সঙ্গে পারফর্ম করার সুযোগ পাবেন। অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন তাঁরা অনেক। যা অবশ্যই ভারতীয় অ্য়াথলিটদের আগামীর জন্য খুবই উপকার হবে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জনের ক্ষেত্রেও এই টুর্নামেন্ট অনেক বড় ভূমিকা নিতে পারে।''
চলতি বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন নীরজ চোপড়া। দীর্ঘদিনের বান্ধবী পেশাদার টেনিস খেলোয়াড় হিমানি মোরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতের সোনার ছেলে। কিন্তু এই বিয়েতে কত টাকা যৌতুক নিয়েছেন নীরজ চোপড়া। অঙ্কটা শুনলে সকলেই কিন্তু খানিকটা চমকে যাবেন। হিমানির বাবা-মা ভাস্কর ও মীনা জানা দুইজনের বিয়ের জন্য নীরজ কেবল এক টাকা নিয়েছেন। দুইজনের নতুন জীবন যে কেবল ভালবাসা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই হয়েছে, তা কিন্তু বলাই বাহুল্য।
View this post on Instagram






















