ISL 2022: আজ হায়দরাবাদের বিরুদ্ধে নামছে লাল হলুদ বাহিনী, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
ISL 2022: জোড়া গোল করে নায়ক হয়েছেন নাওরেম মহেশ। আজ সামনে হায়দরাবাদ। জয়ের ধারাই বজায় রাখতে মরিয়া রিভেরা অ্যান্ড কোং। সোমবার নতুন ২ প্লেয়ারকে নিয়ে মাঠে নামবে এসসি ইস্টবেঙ্গল।
ভাস্কো: এবারের আইএসএলে শেষ পর্যন্ত জয়ের দরজা খুলতে পেরেছে এসসি ইস্টবেঙ্গল। ১২ নম্বর ম্যাচে প্রথম জয় এসেছে। গোয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছিল লাল হলুদ বাহিনী। জোড়া গোল করে নায়ক হয়েছেন নাওরেম মহেশ। আজ সামনে হায়দরাবাদ। জয়ের ধারাই বজায় রাখতে মরিয়া রিভেরা অ্যান্ড কোং। সোমবার নতুন ২ প্লেয়ারকে নিয়ে মাঠে নামবে এসসি ইস্টবেঙ্গল। ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচ ও ব্রাজিল থেকে এসে সদ্য লাল-হলুদ বাহিনীতে যোগ দেওয়া মার্সেলো রিবেইরো ডস স্যান্টোস একসঙ্গে মাঠে নামলে কী হতে পারে, তা দেখার অপেক্ষায় রয়েছেন সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আপামর এসসি ইস্টবেঙ্গল সমর্থক।
এই জুটি মারিও রিভেরার মারণাস্ত্র হতে চলেছে কি না, তা হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচেই বোঝা যাবে হয়তো। সোমবারের ম্যাচে দলের হার-জিতের পাশাপাশি তাই এই বিষয়টা সমর্থকদের কাছে আরও বেশি আকর্ষণের। ব্রাইট যে নির্ভরতা দিয়েছিলেন লাল-হলুদ বাহিনীকে, এ বার সেই ভরসাই এই মার্সেলোর মধ্যে খুঁজছেন দলের সদ্য নিযুক্ত স্প্যানিশ কোচ মারিও রিভেরা। রবিবার সাংবাদিক বৈঠকে মার্সেলোর প্রশংসা শোনা যায় তাঁর মুখে। কিন্তু তাঁকে শুরু থেকে খেলাবেন কি না, সেই নিশ্চয়তা দিতে পারেননি কোচ। প্রথম এগারোয় না থাকলে হয়তো দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নামানো হবে পর্তুগালের ক্লাব ফুটবলে খেলে আসা এই ২৪ বছর বয়সি স্ট্রাইকারকে। ঠিক করে কিছুই বলেননি কোচ।
আজ এসসি ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ আইএসএলের ম্যাচ কোথায় খেলা হবে?
আজ ২৪ জানুয়ারি, গোয়ার ভাস্কোয় তিলক ময়দানে মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল ও হায়দরাবাদ
কখন থেকে শুরু খেলা?
আইএসএলের এই ম্যাচটি খেলা হবে সন্ধে ৭.৩০ থেকে
কোন চ্যানেলে সম্প্রচারিত হবে আজকের ম্যাচ?
টিভিতে ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি এইচডি, স্টার স্পোর্টস ওয়ান বাংলা চ্যানেলে।
অনলাইনে কোথায় দেখা যাবে?
অনলাইনে ম্যাচ দেখা যাবে হটস্টার অ্যাপ, ওয়েবসাইটে। ম্যাচের খুঁটিনাটি জানার জন্য চোখ রাখুন এবিপি লাইভে। -- তথ্য সূত্র আইএসএল মিডিয়া