Poland Youth Championship: পোল্যান্ডে বিশ্বরেকর্ড ভারতের মহিলা তিরন্দাজদের
পোল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব যুব তিরন্দাজিতে বিশ্বরেকর্ড গড়ল ভারতের অনূর্ধ্ব ১৮ মহিলাদের কম্পাউন্ড দল। সর্বোচ্চ সম্ভাব্য ২১৬০ পয়েন্টের মধ্যে ভারতীয় তিরন্দাজরা ২০৬৭ পয়েন্ট পেলেন।
![Poland Youth Championship: পোল্যান্ডে বিশ্বরেকর্ড ভারতের মহিলা তিরন্দাজদের Indian under-18 compound women’s team has cruised past the world record by 22 points in Poland Youth Championship Poland Youth Championship: পোল্যান্ডে বিশ্বরেকর্ড ভারতের মহিলা তিরন্দাজদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/10/5595d553154524340aed32f5ce7cbe96_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ওয়ারশ: টোকিও অলিম্পিক্স থেকে ভারতীয় তিরন্দাজদের খালি হাতে বাড়ি ফিরতে হয়েছিল। তবে পোল্য়ান্ডে চমকে দিলেন ভারতের মহিলা তিরন্দাজরা। ভেঙে দিলেন বিশ্বরেকর্ড!
পোল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব যুব তিরন্দাজিতে বিশ্বরেকর্ড গড়ল ভারতের অনূর্ধ্ব ১৮ মহিলাদের কম্পাউন্ড দল। সর্বোচ্চ সম্ভাব্য ২১৬০ পয়েন্টের মধ্যে ভারতীয় তিরন্দাজরা ২০৬৭ পয়েন্ট পেলেন। যা বিশ্বরেকর্ডের চেয়ে ২২ পয়েন্ট বেশি। পোল্যান্ড থেকে ইতিহাস তৈরি করে ফিরছেন ভারতীয় যুব তিরন্দাজরা।
টোকিও অলিম্পিক্সে ভারতীয় তিরন্দাজরা আশা জাগিয়েও পদক স্বপ্ন পূরণ করতে পারেননি। পদকের সামনে থেকে ফিরে আসতে হয়। অলিম্পিক্সে বাংলার যাবতীয় আক্ষেপ দূর করে দেওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন তিরন্দাজ দম্পতি। অতনু দাস ও দীপিকা কুমারী। দুজনই ব্যক্তিগত বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু সেখানে হেরে গিয়ে দুজনই খালি হাতে টোকিও ছেড়েছেন।
টোকিও অলিম্পিক্সে স্বামী-স্ত্রী মিক্সড ইভেন্টে খেলবেন বলে আশা করেছিলেন। কিন্তু সেটা সম্ভব হয়নি। যে কারণে অতনু ও দীপিকা, দুজনেরই মন খারাপ ছিল। তবে ব্যক্তিগত বিভাগে দুজনই ভাল খেলেন। পদক জয়ের সম্ভাবনাও তৈরি করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি।
বাংলার অতনু দাস অলিম্পিক্সের মঞ্চে ইতিহাস তৈরি করবেন, এমন স্বপ্নেই ডুবে ছিল বাংলা। সেই স্বপ্ন অবশ্য ভেঙে যায়। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যান অতনু। প্রি-কোয়ার্টারে অতনুর প্রতিপক্ষ ছিলেন জাপানের তাকাহারু ফুরুকাওয়া। তাকাহারুর সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত ৬-৪-এ হেরে যান তিনি।
একইভাবে আশা জাগিয়েও হার মানতে হয় দীপিকা কুমারীকে। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বী আন সানের কাছে ০-৬ ব্যবধানে হেরে যান ভারতীয় তিরন্দাজ। তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে রাশিয়ার সেনিয়া পেরোভাকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান দীপিকা কুমারী। ১/৮ এলিমিনেশন রাউন্ডে ৬-৫ ব্যবধানে সেনিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে নেন বিশ্বের এক নম্বর তিরন্দাজ দীপিকা। কিন্তু শেষরক্ষা হয়নি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)