এক্সপ্লোর
অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপজয়ী দলকে অভিনন্দন, কোচ দ্রাবিড়ের প্রশংসায় প্রাক্তনরা
1/5

মনজোত কালরার দুরন্ত শতরান ও বোলারদের দাপটে অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপেপ ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। চতুর্থবার বিশ্বকাপ জিতল ভারতের যুব দল। এর আগে মহম্মদ কাইফ, বিরাট কোহলি ও উন্মুক্ত চাঁদের নেতৃত্বে ভারত অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপ জিতেছে। জয়ের জন্য ২১৭ রান তাড়া করতে নেমে ৩৮.৩ ওভারে দুই উইকেট হারিয়ে ভারত লক্ষ্যে পৌঁছে যায়। পৃথ্বী শ-দের এই জয়ে সারা দেশে উত্সবের আমেজ নেমে এসেছে। উত্সবের সঙ্গে সঙ্গে অনূর্দ্ধ ১৯ ভারতীয় দলকে অভিনন্দন জানাচ্ছেন সবাই।
2/5

প্রাক্তন ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ বলেছেন, দাপটের সঙ্গে অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপ জয়ের জন্য যোগ্য দলকে অভিনন্দন। দলের প্রত্যেকেই পুরো টুর্নামেন্টেই দারুন খেলেছে। এটা প্রকৃতই এক স্মরণীয় জয়। এখন তো আনন্দের সময়।
Published at : 03 Feb 2018 03:48 PM (IST)
View More






















