এক্সপ্লোর
Advertisement
দ্বিতীয় ভারতীয় হিসেবে আইসিসি-র মহিলা টি২০ ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ১৬ বছরের শেফালি
আইসিসি র্যাঙ্কিংয়ে পয়লা নম্বর ব্যাটসম্যান হিসেবেই বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে মহিলা টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামবেন ভারতের ছোট্টখাট্টো চেহারার পাওয়ারহাউস শেফালি ভার্মা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার টি ২০ বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াই হরমনপ্রিত কউরের নেতৃত্বাধীন ভারতীয় দল।
নয়াদিল্লি: আইসিসি র্যাঙ্কিংয়ে পয়লা নম্বর ব্যাটসম্যান হিসেবেই বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে মহিলা টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামবেন ভারতের ছোট্টখাট্টো চেহারার পাওয়ারহাউস শেফালি ভার্মা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার টি ২০ বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াই হরমনপ্রিত কউরের নেতৃত্বাধীন ভারতীয় দল।
চলতি বিশ্বকাপে শেখালির বিধ্বংসী ব্যাটিং ক্রিকেট মহলের নজর কেড়েছে। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে যথাক্রমে ৪৭ ও ৪৬ রানের ইনিংস সহ চলতি বিশ্বকাপে চার ম্যাচে ভারতের এই টপ অর্ডার ব্যাটসম্যান করেছেন ১৬১ রান। আর এই পারফরম্যান্সে ভর করে মিতালি রাজের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে আইসিসি-র টি ২০ ব্যাটিং র্যাঙ্কিংয়ে প্রথমস্থানে পৌঁছলেন শেফালি। ১৬ বছরের এই শোরগোল ফেলে দেওয়া ভারতীয় ক্রিকেটার নিউজিল্যান্ডের সুইজি বেটসকে পিছনে ফেলেছেন। সুইজি ২০১৮-র অক্টোবর থেকে র্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন। তাঁর আগে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক স্টেফানি টেলর শীর্ষ স্থানে ছিলেন।
র্যাঙ্কিংয়ে শেফালির ওপেনিং পার্টনার স্মৃতি মান্ধানা অবশ্য দুই ধাপ নেমে রয়েছে ষষ্ঠস্থানে। জেমিমা রডরিগেজও দুই ধাপ পিছিয়ে এখন নয় নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে ইংল্যান্ডের সফি একলেস্টোন। চলতি টুর্নামেন্টে চার ম্যাচে আট উইকেট নিয়েছেন তিনি। বোলারদের তালিকায় পিছিয়ে গিয়ে ভারতের দীপ্তি শর্মা ও রাধা যাদব রয়েছেন যথাক্রমে পঞ্চম ও সপ্তম স্থানে। অন্যদিকে, টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বাধিক উইকেটসংগ্রহকারী লেগ স্পিনার পুনম যাদব চার ধার এগিয়ে উঠে এসেছেন অষ্টম স্থানে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement