INDW vs AUSW: স্মৃতির অর্ধশতরান, দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতিতে অজিদের থেকে ২৬ রান রান পিছিয়ে ভারত
INDW vs AUSW Test: নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি হাঁকান স্মৃতি। এদিন সকালে প্রথম উইকেটের পতন হন স্নেহ রানার। ৯ রান করে ফিরে যান তিনি।
মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে অর্ধশতরান হাঁকালেন স্মৃতি মন্ধানা। গতকালই অর্ধশতরানের দোরগোড়ায় থেকে মাঠ ছেড়েছিলেন। স্নেহ রানা ছিলেন তাঁর সঙ্গী। এদিন সকালে ব্য়াট করতে নেমে অর্ধশতরান পূরণ করেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের বাঁহাতি ওপেনার। তবে ১০৬ বলে ৭৪ রানের ইনিংস খেলে আউট হন স্মৃতি। নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি হাঁকান স্মৃতি। এদিন সকালে প্রথম উইকেটের পতন হন স্নেহ রানার। ৯ রান করে ফিরে যান তিনি। স্মৃতির সঙ্গে এরপর জুটি বাঁধেন রিচা ঘোষ। নিজের প্রথম টেস্টে খেলতে নেমেছেন কেরিয়ারের। আর প্রথম টেস্টেই নিজের ধৈর্য্যের পরিচয় দিলেন বাংলার এই উইকেট কিপার ব্য়াটার। স্মৃতি মন্ধানা ৭৪ রান করে ফিরে গেলে এরপর জেমাইমা রডরিগেজের সঙ্গে জুটি বেঁধে দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন রিচা।
এর আগে গতকাল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজ়ি অধিনায়ক অ্যালিসা হিলি। মেগ ল্যানিং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রথমবার পূর্ণাঙ্গ সময়ের ক্যাপ্টেন হিসেবে মাঠে নামলেন হিলি। ভারতের জার্সিতে এদিন অভিষেক হয় রিচা ঘোষের। অস্ট্রেলিয়া দিনের শুরুতেই দুই উইকেট হারিয়ে প্রথমে চাপে পড়ে যায়। ওপেনে নেমেছিলেন বেথ মুনি ও ফোবে লিচফিল্ড। ম্য়াচের প্রথম ওভারেই পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে খাতা খোলার আগেই রান আউট হয়ে ফিরতে হয় লিচফিল্ডকে। নিজের প্রথম ওভারেই এরপর অভিজ্ঞ পেরিকে বোল্ড করে দেন পূজা বস্ত্রকার।
এরপর তাহিলা ম্যকগ্রা ও বেথ মুনি মিলে কিছুক্ষণ দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ম্যাকগ্রা চালিয়ে খেলার সিদ্ধান্ত নেন। সেই মতই দ্রুত নিজের অর্ধশতরানও পূরণ করেন। তবে ৫৬ বলে ৫০ রানের ইনিংস খেলেই স্নেহ রানার বলে রাজেশ্বরী গায়কোয়াড়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। নিজের ইনিংসে আটটি বাউন্ডারি হাঁকান তাহিলা। ক্রিজে সেট হয়ে গেলেও মধ্যাহ্নভোজের ঠিক আগে পূজা ভাস্ত্রাকারের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান বেথ মুনি। তিনি ৪০ রান করেন। মধ্যাহ্নভোজের সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল চার উইকেটের বিনিময়ে ১০৯ রান।
প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও চার উইকেট পরে। উঠে ৭১ রান। এই সেশনে বল হাতে দুই উইকেট নেন দীপ্তি শর্মা। অ্যালিসা হিলি ৩৮ রানে আউট হন। অ্যানাবেল সাদারল্যান্ড (১৬), অ্যাশলে গার্ডনার (১১), এলেনা কিংদের (৫) নিয়ে তৈরি অস্ট্রেলিয়ান মিডল অর্ডার ব্যাটিং একেবারেই ভাল পারফর্ম করতে পারেননি। কিম গার্থ শেষের দিকে ২৮ রানের লড়াকু ইনিংস খেলেন। তিনি অপরাজিত থাকলেও, ২১৯ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
জবাবে ব্য়াট করতে নেমে ভারতের দুই ওপেনার দুরন্ত আগ্রাসী মেজাজে ব্য়াটিং করা শুরু করেন। মাত্র ৭.৪ ওভারেই ভারতীয় দল ৫০ রানের গণ্ডি পার করে ফেলেন। নিজের অর্ধশতরানের দিকে অগ্রসর শেফালি বর্মা অবশ্য প্রথম দিনের শেষের দিকে ৪০ রানে আউট হয়েই সাজঘরে ফেরেন।