এক্সপ্লোর
Advertisement
আঙুলে চোট, ভারতের বিরুদ্ধে একদিন ও টি ২০ সিরিজে নেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি
সেঞ্চুরিয়ন: ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচের আগে প্রোটিয়া শিবির বড় সড় ধাক্কা খেল। চোটের জন্য ভারতের বিরুদ্ধে একদিন ও টি ২০ সিরিজে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
উল্লেখ্য, ডারবানে সিরিজের প্রথম ম্যাচে জিতে এগিয়ে রয়েছে ভারত। ডারবানের ওই ম্যাচে ডুপ্লেসি সেঞ্চুরি করেন। তাঁর ইনিংসে ভর করেই দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ২৬৯ রান তোলে। ভারত ছয় উইকেট হাতে থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ডারবানে ব্যাটিংয়ের সময়ই আঙুলে চোট পান ডুপ্লেসি। ম্যাচের পর তিনি বলেছিলেন, আঙুলে একটা চোট লেগেছে। আশা করছি, পরের ম্যাচের আগে সেরে যাবে।
কিন্তু পরে দেখা যায়, তাঁর আঙুলে চিড় ধরেছে। ওই চিড় সারতে ৩ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। এর ফলে তিনি ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের বাকি ম্যাচ ও টি ২০ সিরিজে খেলতে পারবেন না।
ডুপ্লেসির জায়গায় কাকে অধিনায়ক করা হবে, তা আজ ঘোষণা করবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ডুপ্লেসির জায়গায় দলে ডাকা হয়েছে ফারহান বেহারডিয়েনকে। উইকেটরক্ষক কুইন্টন ডি ককের ব্যাক আপ হিসেবে হেইনরিখ ক্লাসেনকে ডাকা হয়েছে।
উল্লেখ্য, এর আগে চোটের জন্য ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম তিনটি ম্যাচের জন্য দক্ষিণ আফ্রিকা পাবে না তাদের ব্যাটিং স্তম্ভ এবি ডিভিলিয়ার্সকে। এরপর অধিনায়কের চোটে প্রোটিয়া শিবিরে সমস্যা আরও বাড়ল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement