Messi on Champions League: হ্যামস্ট্রিং ও হাঁটুতে চোট, লাইপজিগের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মেসিকে পাবে না পিএসজি
Lionel Messi: চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিরুদ্ধে ম্যাচের আগে জোরাল ধাক্কা খেল প্যারিস সঁ জরমঁ। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য এই ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্তিনার মহাতারকা লিওনেল মেসি।
প্যারিস: চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিরুদ্ধে ম্যাচের আগে জোরাল ধাক্কা খেল প্যারিস সঁ জরমঁ (PSG)। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য এই ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্তিনার মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)। ফলে মেসিকে ছাড়াই নামতে হবে পিএসজি-কে।
সোমবার পিএসজির অনুশীলনে ছিলেন না মেসি। লিল-এর বিরুদ্ধে পিএসজি-র আগের ম্যাচের মাঝপথে তুলে নিতে হয়েছিল মেসিকে। ম্যাচে তখন ০-১ পিছিয়ে ছিল পিএসজি। পরে সেই ম্যাচ ২-১ ব্যবধানে জেতে পিএসজি। দলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, মেসির বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি রয়েছে। ব্যথা রয়েছে হাঁটুতেও।
বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে লিওনেল মেসি ফুটবল মাঠে ফুল ফুটিয়ে চলেছেন। দিনের পর দিন নিজের অপরিসীম দক্ষতায় বারবার সকলকে মন্ত্রমুগ্ধ করেন তিনি। আসন্ন কাতার বিশ্বকাপের পর মেসির বয়স ৩৫ পার করবে। এ বছরই কোপা আমেরিকা জিতে আর্জেন্তিনার জার্সি গায়ে আন্তর্জাতিক খেতাব জয়ের দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ হয়েছে তাঁর। কিন্তু কাতার বিশ্বকাপের পরেই কি ফুটবল বুট জোড়া তুলে রাখবেন মেসি? তিনি নিজে এই বিষয়ে কোনও ভাবনাচিন্তাই করেননি বলে জানালেন।
স্পেনের প্রথম সারির সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবসর প্রসঙ্গে মেসি বলেন, ‘সত্যি বলতে এ (অবসর) বিষয়ে ভাবিনি। আমার সঙ্গে যা হয়েছে তারপর থেকে আমি এক-একটা দিন ধরেই জীবন কাটাই, বেশিদূর চিন্তাভাবনা করি না। বিশ্বকাপ বা তাঁর পরে কী হতে পারে, সেই নিয়ে আমি কিছু জানি না এবং তা নিয়ে ভাবিওনি। যা হবে, যখন হবে তখন দেখা যাবে।’
২০২৩ সাল পর্যন্ত বর্তমান ক্লাব প্যারিস সঁ জরমঁ-র সঙ্গে মেসির চুক্তি থাকলেও সেই চুক্তি এক বছর বাড়ানোর বিকল্প রয়েছে। চুক্তি শেষে ৩৭-র মেসি অবসর নিলেও নিতে পারেন। তবে তা যে এখন তাঁর মাথাতেই নেই, নিজের মন্তব্যে স্পষ্ট করে দিয়েছেন কিংবদন্তি। আপাতত মাঠেই তিনি নিজেকে দেখতে চান।