India vs Vanuatu: দুরন্ত গোল করে দেশকে জিতিয়ে খুশির খবর দিলেন সুনীল, বাবা হতে চলেছেন কিংবদন্তি
Intercontinental Cup 2023: ইন্টারকন্টিনেন্টাল কাপের দ্বিতীয় ম্যাচেও ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ব্লু টাইগার্স।
সন্দীপ সরকার, ভুবনেশ্বর: বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) নিয়ে যা চর্চা হয়, তার সিকিভাগও হয় না তাঁদের ঘিরে।
সোমবার দুরন্ত ভলিতে গোল করে সাফল্য স্ত্রী সোনমকে (Sonam Bhattacharya) উৎসর্গ করলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রী (Sunil Chhetri)। সেই সঙ্গে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। সুনীলের সেলিব্রেশন মন জিতে নিল। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসা দর্শকরা আলোচনা শুরু করে দিলেন, অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করে ভিআইপি বক্সে বসা অনুষ্কাকে বিরাটের চুম্বন ছুড়ে দেওয়া যদি রোম্যান্টিক হয়, সুনীলের উৎসবই বা পিছিয়ে থাকবে কোন যুক্তিতে!
ইন্টারকন্টিনেন্টাল কাপের দ্বিতীয় ম্যাচেও ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ব্লু টাইগার্স। যদিও সোমবার পরিচিত নীল জার্সি নয়, সুনীল-সাহাল সামাদ-সন্দেশ ঝিংগানরা নেমেছিলেন কমলা জার্সিতে। ম্যাচে অবশ্য কঠিন পরীক্ষার মুখে পড়তে হল ভারতকে। মঙ্গোলিয়ার বিরুদ্ধে কিক অফের ১৪ মিনিটের মধ্যে গোল করে এগিয়ে গিয়েছিল ভারত। সোমবার ভানুয়াটুর বিরুদ্ধে ৮১ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল ০-০। অনেকে উৎকণ্ঠায় পড়ে গিয়েছিলেন যে, দিনের প্রথম খেলায় মঙ্গোলিয়ার বিরুদ্ধে যেভাবে পয়েন্ট নষ্ট করেছে ফেভারিট লেবানন, সেভাবে ভারতও পয়েন্ট ভাগাভাগি করে নেবে কি না।
শেষ পর্যন্ত রক্ষাকর্তা হয়ে হাজির হলেন সুনীল। ম্যাচের ৮১ মিনিট। ভানুয়াটু বক্সের বাঁদিক থেকে ক্রস বাড়ালেন শুভাশিস বসু। বুকে করে সেই বল নামিয়ে বাঁ পায়ের নিখুঁত ভলিতে জালে জড়িয়ে দিলেন সুনীল। ভারতের জার্সিতে তাঁর ৮৬তম গোল। ম্যাচের সেরাও হলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি।
When 🇮🇳 needs him the most, he delivers 💙💙@chetrisunil11 #HeroIntercontinentalCup 🏆 #VANIND ⚔️ #IndianFootball ⚽️ #BlueTigers 🐯 pic.twitter.com/ZKi20EMeDp
— Indian Football Team (@IndianFootball) June 12, 2023
আর গোল করেই বল জার্সির পেটে ঢুকিয়ে ভিআইপি বক্সের দিকে দৌড় দিলেন সুনীল। মুখে আঙুল দিয়ে ছুড়ে দিলেন চুম্বন। কার উদ্দেশে? স্ত্রী সোনম। যিনি বসেছিলেন ভিআইপি বক্সে। সুনীলকে পাল্টা চুম্বন ছুড়ে দিলেন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের কন্যা।
যেন মধুরেণ সমাপয়েৎ।
২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে ফেলল ভারত। ইগর স্তিমাচের ছেলেরা যে ছন্দে দৌড়চ্ছেন, তাতে আর একটা আন্তর্জাতিক ট্রফি না এলে হয়তো সেটা অঘটন হিসাবেই চিহ্নিত হয়ে থাকবে।
আরও পড়ুন: বরফ নিয়ে ঘুরতে হচ্ছে মঙ্গোলিয়াকে, ভুবনেশ্বরে রুখে দিল ৮৪ ধাপ এগিয়ে থাকা লেবাননকে