৯ বছর পর পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট, সেই লাহোরে খেলবে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ, জানাল পিসিবি
করাচি: পাকিস্তানে ফিরল আন্তর্জাতিক ক্রিকেট। সেদেশে সীমিত সিরিজ খেলতে সম্মত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।
সোমবার, পাক ক্রিকেট বোর্ডের (পিসিবি) তরফে ঘোষণা করা হয়, আগামী সেপ্টেম্বর মাস থেকে সেদেশে একে একে খেলতে আসছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। পাশাপাশি, বিশ্ব একাদশের বিরুদ্ধে টি-২০ সিরিজ হবে বলেও জানানো হয়।
প্রসঙ্গত, গত ন’বছরে এই প্রথমবার পাক ক্রিকেট ভক্তরা নিজেদের দেশে আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পাবেন। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গিহানার পর থেকে কোনও টেস্ট খেলিয়ে দেশ পাকিস্তানে খেলতে যেতে রাজি হয়নি।
এদিন পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি জানান, আগামী ২-৩ দিনের মধ্যে বিশ্ব একাদশ সিরিজের টিমের ঘোষণা তিনি করতে সক্ষম হবেন। জানা গিয়েছে, ওই দলে সেরা টেস্টে খেলিয়ে দেশের ক্রিকেটাররা থাকবেন।
বিশ্ব একাদশ দলে হাসিম আমলা, ফাফ ডু প্লেসি, মর্নি মর্কেল এবং ইমরান তাহির সহ মোট ১৫ জন সদস্য থাকবেন। কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। প্রায় এক সপ্তাহ ধরে ওই বিশেষ টি-২০ সিরিজ চলবে। এরজন্য ক্রিকেটারদের রাষ্ট্রপতি-সম নিরাপত্তা প্রদান করা হবে।
অস্ট্রেলিয়ার ২জন ক্রিকেটারও ওই দলে থাকতে পারেন বলে আশাপ্রকাশ করেন শেঠি। বাকি ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের। তিনি যোগ করেন, ভারতীয় ক্রিকেটারদের এই সিরিজের জন্য অনুমতি দেয়নি বিসিসিআই।
এদিন শেঠি স্বীকার করেন, পাক সফরের জন্য শ্রীলঙ্কা দলকে রাজি করানোটা সত্যিই কঠিন ছিল। কিন্তু, তারা (শ্রীলঙ্কা) ফের লাহোরে খেলতে আসতে রাজি হয়ে সাহসের পরিচয় দিয়েছেন বলে জানান পিসিবি প্রধান। জানা গিয়েছে, শ্রীলঙ্কা দল অক্টোবরে টি-২০ সিরিজ খেলবে।