এক্সপ্লোর
আইপিএল: রবিবার কোহলির অপরাজিত ৫৪, ভাঙল টি ২০ ফর্ম্যাটের দুটি রেকর্ড
![আইপিএল: রবিবার কোহলির অপরাজিত ৫৪, ভাঙল টি ২০ ফর্ম্যাটের দুটি রেকর্ড Ipl 2016 Virat Kohli Breaks Two T20 World Records With Unbeaten 54 Against Delhi Daredevils আইপিএল: রবিবার কোহলির অপরাজিত ৫৪, ভাঙল টি ২০ ফর্ম্যাটের দুটি রেকর্ড](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/05/23132449/Virat-Kohli-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি:রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নবম আইপিএল-এর প্লে-অফে রবিবার পৌঁছে দিল বিরাট কোহলির অপরাজিত ৫৪। এরসঙ্গে টি-২০ ফর্ম্যাটের দুটি রেকর্ডও গতকাল ভেঙেছেন কোহলি।
রবিবার দিল্লি ডেয়ারডেভিলস-এর বিরুদ্ধে ম্যাচের শুরুতে ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্সের উইকেট খুইয়ে বড় রানের পাহাড়ের সামনে পড়ে যায় আরসিবি। তারপর বিরাটের অপরাজিত ৫৪ শুধু তাঁর দলকে প্লে-অফেই পৌঁছে দেয়নি, তিনি ভেঙেছেন এবং গড়েছেন একাধিক রেকর্ডও।
নবম আইপিএল-এ বহু রেকর্ডই তিনি ভেঙেছেন। একবছরে টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে বেশি অর্ধশতরান করার রেকর্ড এখন কোহলির পকেটে। এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন ক্রিস গেইল। এছাড়াও ইংল্যান্ডের জ্যাসন রয়-এর টি-২০ টুর্নামেন্টে সবচেয়ে বেশি অর্ধ শতরান করার যে রেকর্ড ছিল তাও রবিবার ভেঙে দেন কোহলি। গতকাল তাঁর রেকর্ড ব্রেকিং পারফর্ম্যান্স আরসিবি-কে প্লে-অফ-এর দ্বিতীয় স্থানে পৌঁছে দিয়েছে। এখন আরসিবিকে শুধু দুটো ম্যাচই খেলতে হবে ২৯ মে-র ফাইনালে পৌঁছতে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বীরভূম
বীরভূম
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)