এক্সপ্লোর
আইপিএলের জন্য নাচ প্র্যাকটিস করছেন যুবরাজ, শিখর ও নেহরা
নয়াদিল্লি: গতবারের আইপিএল চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ এবারেও জয় দিয়ে শুরু করেছে টুর্নামেন্ট। গতবারের রানার্স আপ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৩৫ রানে হারিয়েছে তাঁরা। ফুরফুরে মেজাজে যুবরাজ সিংহ, আশিস নেহরারা এখন নাচ প্র্যাকটিস করছেন।
এই প্রথম যে কোনও ক্রিকেট টিমকে ডান্স ফ্লোরে দেখা গেল, তা নয়। গত বছর টি ২০ বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ টিম রীতিমত প্রস্তুতি নিয়ে এসেছিল এ ব্যাপারে। ইডেন গার্ডেন্সে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ধুমধাড়াক্কা নেচেছিল তারা, সর্বাগ্রে ছিলেন গান গেয়ে খ্যাতি অর্জন করা ডয়েন ব্র্যাভো।
সানরাইজার্সের নাচের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ওপেনার শিখর ধবন। তাতে দেখা যাচ্ছে, রীতিমত প্রশিক্ষক দিয়ে তিনি, যুবরাজ ও আশিস নাচ প্র্যাকটিস করছেন। নীচে ক্যাপশন দিয়েছেন নাচ বাসন্তী নাচ, জব তক তেরে প্যায়ের চলেঙ্গে তব তক ইনকি সাঁসে। তারপর হ্যাশট্যাগে গব্বর।
শিখরও ক্রিকেটপ্রেমীদের মধ্যে গব্বর নামেই পরিচিত।
দেখুন সেই ভিডিও
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement