এক্সপ্লোর
Advertisement
এবারের আইপিএলে যেন পুরানো ধোনিকেই দেখলাম, আপ্লুত ভাজ্জি
নয়াদিল্লি: সদ্যসমাপ্ত আইপিএলে দুরন্ত ছন্দে দেখা গিয়েছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে। দলের সহ খেলোয়াড় হরভজন সিংহ ধোনির প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেছেন, এবারের ধোনি পুরানো দিনের ধোনিকে মনে করিয়ে দিয়েছে।
ম্যাচ ফিক্সিং কাণ্ডে দুই বছরের নির্বাসন কাটিয়ে আইপিএলে দু বছর পর প্রত্যাবর্তন ঘটেছে চেন্নাই সুপার কিংসের। একইসঙ্গে ধোনিও ফিরে পেয়েছেন তাঁর হারানো ছন্দ। এর আগের দু বছর পুনে সুপার জায়েন্টসের হয়ে খেলেছিলেন মাহি। কিন্তু ধোনি সেভাবে জ্বলে উঠতে পারেননি। কিন্তু আইপিএলে চেন্নাই ফিরে আসতেই ধোনিও যেন ফিরে পেয়েছেন তাঁর স্বভাবসিদ্ধ মেজাজ। চেন্নাই এ বারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। ১৫ ইনিংসে ধোনি ৪৫৫ রান করেছেন। শুধু রানই নয়, সেইসঙ্গে বিধ্বংসী মেজাজে দাপুটে ব্যাটিং, পরিচিত ফিনিসার ধোনিকে ফিরে পেয়েছেন অনুরাগীরা।
দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে অবদানের জন্য মোদীর প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট মহল। ধোনিও প্রমাণ করেছেন, ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে তিনি এখনও অন্যতম সেরা ব্যাটসম্যান।
এর আগে অনেক বিশেষজ্ঞই মন্তব্য করেছিলেন, এবার সংক্ষিপ্ত ফর্ম্যাট থেকেও অবসরের সময় চলে এসেছে ধোনির। কিন্তু সেই সমালোচকদের ব্যাট হাতে মুখের মতো জবাব দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
এবারের আইপিএলে ধোনি নিজেকে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে তুলে এনেছিলেন, যার সুফল পেয়েছে দল। সমগ্র টুর্নামেন্টেই বিপক্ষের বোলারদের ত্রাস হয়ে উঠেছিলেন তিনি।
ধোনিকে এভাবে চেনা ছন্দে দেখে বেজায় খুশি ভাজ্জি। তিনি বলেছেন, ও অসাধারণ খেলেছে। ওকে ব্যাটিং অর্ডারের ওপরের দিকে নামতে দেখে খুব ভালো লেগেছিল। ও আমাকে পুরানো ধোনির কথাই মনে করিয়ে দিয়েছ।
টুর্নামেন্ট শুরুর আগে চেন্নাই দলে একঝাঁক সিনিয়র ক্রিকেটারকে নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। বেশিরভাগ ক্রিকেটারেরই বয়স ছিল ৩০-এর বেশি। হরভজনও তাঁদের মধ্যে একজন। বয়স বিতর্ক নিয়ে ধোনির সুরেই জবাব দিয়েছেন ভাজ্জি। তিনি বলেছেন, বয়স তো একটা সংখ্যামাত্র। কেউ যদি ফিট থাকে, বলের পিছনে ছুটতে পারে বা রান করতে পারে, দিনের শেষে সেটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- বয়স নয়।
এছাড়াও অভিজ্ঞতার একটা মূল্য রয়েছে বলেও মন্তব্য করেছেন ভাজ্জি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement