এক্সপ্লোর
৭০ কিমি রাস্তা উজিয়ে এলেন ৯৩- এর 'দাদু', প্রণাম সহবাগের

1/6

বীরুকে ওম প্রকাশের আশীর্বাদ নিতে এবং তাঁকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছে। ওম প্রকাশের সঙ্গে ছবি তোলার পাশাপাশি সেলফিও নিয়েছেন তিনি। (ছবি সৌজন্যে ট্যুইটার)
2/6

কিংস ইলেভেন পঞ্চাবের ট্যুইটার অ্যাকাউন্টেও বীরু ও তাঁর অনুরাগী ওম প্রকাশের সাক্ষাতের ছবি শেয়ার করা হয়েছে। ।(ছবি সৌজন্যে ট্যুইটার)
3/6

৯৩ বছরের ওই বৃদ্ধ পাটিয়ালা থেকে ৭০ কিমি পথ পেরিয়ে আইপিএলের দল কিংস ইলেভেন পঞ্জাবের মেন্টর সহবাগের সঙ্গে দেখা করতে আসেন। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের আগে পঞ্চাবের অনুশীলনের সময় মাঠে পৌঁছে যান। একজন বৃদ্ধ অনুরাগীর এই উত্সাহ দেখে চমকিত ক্রিকেটাররা। (ছবি সৌজন্যে ট্যুইটার)
4/6

৯৩ বছরের ওই বৃদ্ধের ব্যবহারে আপ্লুত সহবাগ। ট্যুইটের নিচে সহবাগ লিখেছেন, 'দাদুকে প্রণাম'। (ছবি সৌজন্যে ট্যুইটার)
5/6

ট্যুইটারে ছবি পোস্ট করে তাঁর সবচেয়ে বয়স্ক অনুরাগীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা জানালেন ভারতীয় দলের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সহবাগ। ওই অনুরাগীর নাম ওম প্রকাশ।।(ছবি সৌজন্যে ট্যুইটার)
6/6

সহবাগের ট্যুইট, ৯৩ বছরের বৃদ্ধ ওম প্রকাশজীর সঙ্গে দেখা করতে পেরে আপ্লুত। ৯৩ বছরের ওম প্রকাশজী পাটিয়ালা থেকে আমার সঙ্গে দেখা করতে এবং ভালোবাসা জানাতে চন্ডিগড়ে এসেছেন।দাদুকে প্রণাম।(ছবি সৌজন্যে ট্যুইটার)
Published at : 19 Apr 2018 03:27 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
