এক্সপ্লোর
Advertisement
দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি ২০ ক্রিকেটে ৮০০০ রান কোহলির
ভারতীয় দলের অধিনায়ক কোহলির আগে সুরেশ রায়না প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে ৮০০০ রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করেছেন। টি ২০ তে রায়না এখনও পর্যন্ত ৮১১০ রান করেছেন।
কলকাতা: আইপিএলে সুরেশ রায়নার রেকর্ড ভাঙলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান হলেন কোহলি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে ৪৯ বলে ৮৪ রানের ইনিংস খেলার সঙ্গে সঙ্গে আইপিএলে রান মোট রান হল ৫১১০। আইপিএলে রায়নার রান ৫০৮৬।
কোহলির এদিনের ইনিংসে ছিল নয়টি চার ও দুটি ওভারবাউন্ডারি। আইপিএলে তাঁর ৩৫ তম হাফসেঞ্চুরি করলেন কোহলি। আইপিএলে তাঁর চারটি শতরানও রয়েছে।
একইসঙ্গে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে দ্বিতীয় ভারতীয় ও বিশ্বের সপ্তম ব্যাটসম্যান হিসেবে ৮০০০ রান পূর্ণ করলেন বিরাট কোহলি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে ১৭ রান করার সঙ্গে সঙ্গেই এই কৃতিত্ব অর্জন করলেন কোহলি।
ভারতীয় দলের অধিনায়ক কোহলির আগে সুরেশ রায়না প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে ৮০০০ রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করেছেন। টি ২০ তে রায়না এখনও পর্যন্ত ৮১১০ রান করেছেন।
২০০৭ সালে টি ২০ তে অভিষেক হয় কোহলির। এরপর ২৫৭ ম্যাচে ২৪৩ তম ইনিংসে ৮০০০ রান পূর্ণ করলেন তিনি। ক্রিস গেইলের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি ২০ ক্রিকেটে সবচেয়ে দ্রুত আট হাজার রানের মালিক হলেন তিনি।
শুধু তাই নয়, টি ২০ তে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী অধিনায়কদের তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে গেলেন কোহলি। এক্ষেত্রে গৌতম গম্ভীর (৪২৪২)-কে পিছনে ফেলেছেন বেঙ্গালুরুর অধিনায়ক কোহলি। মহেন্দ্র সিংহ ধোনি অধিনায়ক হিসেবে টি ২০তে সবচেয়ে বেশি ৫৩৭৫ রান করেছেন।
কোহলির আগে যাঁরা টি ২০ তে ৮০০০ রান পূর্ণ করেছেন তাঁরা হলেন, গেইল (১২৪৫৭), ব্রেন্ডন ম্যাকুলাম (৯৯২২), কায়রন পোলার্ড (৯০৮৭), শোয়েব মালিক (৮৭০১), ডেভিড ওয়ার্নার (৮৩৭৫) এবং রায়না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement