এক্সপ্লোর
Advertisement
আইপিএল ২০২০: হার্দিক, পোলার্ডের মতো বিগ হিটারদের সমস্যায় ফেলবে আমিরশাহির উইকেট, মনে করছেন রামিজ রাজা
এবারের আইপিএলের আসর বসছে সংযুক্ত আরব আমিরশাহিতে। পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান রামিজ রাজা মনে করছেন, এবারের আইপিএলে স্পিনারদের হাতেই থাকবে ম্যাচের চাবিকাঠি। আর এর ফলে স্বাভাবিকভাবেই পরিস্থিতি কঠিন হবে বিগ হিটারদের পক্ষে।
নয়াদিল্লি: এবারের আইপিএলের আসর বসছে সংযুক্ত আরব আমিরশাহিতে। পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান রামিজ রাজা মনে করছেন, এবারের আইপিএলে স্পিনারদের হাতেই থাকবে ম্যাচের চাবিকাঠি। আর এর ফলে স্বাভাবিকভাবেই পরিস্থিতি কঠিন হবে বিগ হিটারদের পক্ষে। রাজা বলেছেন, হার্দিক পান্ড্য ও কায়রন পোলার্ডদের মতো বিগ হিটাররা স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলেন। কিন্তু আমিরশাহির উইকেটে তাঁদের মতো ব্যাটসম্যানের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। এই দুই ব্যাটসম্যানই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন।
পোলার্ড কিন্তু দুরন্ত ছন্দে রয়েছেন। সদ্যসমাপ্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ব্যাটে ঝড় তুলেছিলেন তিনি।
এক ইউটিউব শো-তে রাজা বলেছেন, যে দলগুলির স্পিন ডিপার্টমেন্ট শক্তিশালী, তারাই ভালো ফল করবে। ক্রিস লিন, পোলার্ড, পান্ড্য ভাইয়েরা, হার্দিকের মতো ব্যাটসম্যানরা স্পিন ভালো খেলতে পারলেও শট খেলতে সমস্যায় পড়বেন। রাজা বলেছেন, এবার প্রথম এগারো বাছাই একটু অন্যরকম হবে। ফাস্ট বোলিং বেশ কঠিন হবে। এক্ষেত্রে প্রচুর বৈচিত্র্য চোখে পড়বে।
একইসঙ্গে রাজা দর্শকশূন্য স্টেডিয়ামে আইপিএল খেলার প্রসঙ্গ নিয়েও আলোচনা করেছেন। তিনি বলেছেন, ভিড়ে ঠাসা গ্যালারির প্রবল উচ্ছ্বাস এবার থাকবে না। ফলে প্লেয়ারদের পক্ষে উদ্যম ধরে রাখার কাজ ততটা সহজ হবে না। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের মতো দল, যারা ইডেনে ঘরের মাঠে গ্যালারি ভরা দর্শকদের মধ্যে খেলার সুযোগ পায়।
বন্ধ স্টেডিয়ামে খেলার একটা প্রভাব থাকবে বলে মনে করছেন রাজা। তিনি বলেছেন, বায়ো-সিকিওর পরিবেশে প্লেয়ারদের কার্যত বন্দি অবস্থায় থাকতে হবে এবং সেরা পারফরম্যান্স মেলে ধরতে হবে। কাজেই কাজটা কঠিন। কারণ, দর্শকদের উচ্ছ্বাস ছাড়া আইপিএল অনেকটাই অসম্পূর্ণ বলে মনে করছেন তিনি।
তিনি বলেছেন, ঘরের মাঠে সমর্থকদের উৎসাহ-উদ্দীপনার মধ্যে খেলার একটা বাড়তি সুবিধা রয়েছে। কঠিন পরিস্থিতিতে অনেক সময় দর্শকদের সমর্থন একটা বাড়তি মাত্রা যোগ করে। এখন নিরপেক্ষ পরিবেশে দলগুলি কীভাবে মানিয়ে নিতে পারে তা একটা দেখার বিষয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement