এক্সপ্লোর
Advertisement
Match Preview Kolkata Knight Riders vs Mumbai Indians IPL 2020 UAE: আবু ধাবিতে শেষ সাক্ষাৎকারে মুম্বইকে হারিয়ে দিয়েছিল নাইটরা, আজ সেই ফলেরই পুনরাবৃত্তির লক্ষ্যে কার্তিকের দল
২০১৪ সালের আইপিএল-এ মরুশহরে খেলা পাঁচটি ম্যাচই হেরে গিয়েছিল মুম্বই।
আবু ধাবি: আজ আইপিএল-এ প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। আজকের ম্যাচ আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে গিয়েছে রোহিত শর্মার মুম্বই। ফলে আজ তারা ঘুরে দাঁড়াতে মরিয়া। অন্যদিকে, প্রথম ম্যাচ জিতে ভালভাবে আইপিএল অভিযান শুরু করাই লক্ষ্য দীনেশ কার্তিকদের।
এই দুই দলের লড়াইয়ে এগিয়ে মুম্বই। এখনও পর্যন্ত আইপিএল-এ দু’দলের সাক্ষাৎ হয়েছে ২৫ বার। তার মধ্যে ১৯টি ম্যাচই জিতেছে মুম্বই। মাত্র ৬টি ম্যাচে জয় পেয়েছে কেকেআর। শেষ সাক্ষাৎকারে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সহজেই ৯ উইকেটে জয় পান রোহিতরা। দু’দলের শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিই জিতেছে মুম্বই।
শুধু মুখোমুখি লড়াইয়েই নয়, আইপিএল-এ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রেও কলকাতাকে টেক্কা দিয়েছে মুম্বই। এখনও পর্যন্ত চারবার এই প্রতিযোগিতায় জয় পেয়েছেন রোহিতরা। অন্যদিকে, কলকাতা চ্যাম্পিয়ন হয়েছে দু’বার। তবে তাৎপর্যপূর্ণভাবে সংযুক্ত আরব আমিরশাহিতে মুম্বইয়ের রেকর্ড খুব খারাপ। ২০১৪ সালের আইপিএল-এ মরুশহরে খেলা পাঁচটি ম্যাচই হেরে গিয়েছিল মুম্বই। আবু ধাবিতে ৪১ রানে জয় পেয়েছিল কলকাতা। এই পরিসংখ্যান নিঃসন্দেহে কার্তিকদের জন্য ইতিবাচক।
এবার দেখে নেওয়া যাক গত ১২ বছরে এই দুই দলের লড়াইয়ে ব্যক্তিগত সেরা পারফরম্যান্স-
কলকাতার বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন রোহিত (৭০৮)। অন্যদিকে, কলকাতার হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরের (৩৪৯)। এক ইনিংসে সর্বোচ্চ রানও রোহিতের (অপরাজিত ১০৯)। কেকেআর-এর হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রান মণীশ পাণ্ডের (অপরাজিত ৮১)। একটি ম্যাচে সর্বোচ্চ স্কোরের হিসেবে অবশ্য এগিয়ে কলকাতা (২৩২/২)। সেখানে মুম্বইয়ের সর্বোচ্চ স্কোর ২১০/৬।
এবার দেখে নেওয়া যাক বোলারদের পারফরম্যান্স-
মুম্বইয়ের হয়ে কলকাতার বিরুদ্ধে সর্বোচ্চ ২০টি উইকেট নিয়েছেন লসিথ মালিঙ্গা। সেখানে কলকাতার হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে ২১টি উইকেট নিয়েছেন সুনীল নারাইন। তিনি একটি ম্যাচে ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন। অন্যদিকে, মুম্বইয়ের হয়ে একটি ম্যাচে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন কর্ণ শর্মা।
সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন কেকেআর-এর দুই তারকা আন্দ্রে রাসেল ও নারাইন। এবার অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের উপরও ভরসা করছে কার্তিকের দল।
অন্যদিকে, মুম্বইয়ের ভরসা মালিঙ্গার পরিবর্ত হিসেবে দলে আসা জেমস প্যাটিনসন। নাথান কুল্টার-নাইলকেও ব্যবহার করতে পারেন রোহিত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement