এক্সপ্লোর
Advertisement
IPL 2020, MI vs CSK LIVE: আইপিএল ২০২০: কোথায় ও কখন দেখা যাবে মুম্বই বনাম চেন্নাই ম্যাচের সরাসরি সম্প্রচার?
Mumbai Indians (MI) Vs Chennai Super Kings (CSK) Where to Watch Match IPL 2020 LIVE:রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই পঞ্চমবারের জন্য ট্রফি জয়ের লক্ষ্যে নামছে। অন্যদিকে, মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাইয়ের লক্ষ্য চতুর্থবার খেতাব জয়।
IPL 2020 CSK vs MI: শুরু হচ্ছে আইপিএল। সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও রানার্স আপ চেন্নাই সুপার কিংস। রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই পঞ্চমবারের জন্য ট্রফি জয়ের লক্ষ্যে নামছে। অন্যদিকে, মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাইয়ের লক্ষ্য চতুর্থবার খেতাব জয়। গতবার ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বই চেন্নাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
চেন্নাই ও মুম্বইয়ের টক্কর আইপিএলের অন্যতম আকর্ষণ। অনুরাগীরা এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। আইপিএলে দুটি দল এখনও পর্যন্ত ২৮ বার মুখোমুখি হয়েছে। ১১ বার জিতেছে চেন্নাই। ১৭ বার জিতেছে মুম্বই। এখন দেখে নেওয়া যাক- চেন্নাই বনাম মুম্বইয়ের এই ম্যাচের সরাসরি সম্প্রচার কোথায় ও কখন দেখা যাবে।
আইপিএলে চেন্নাই ও মুম্বইয়ের ম্যাচ কখন শুরু হবে?
চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রয়োদশ আইপিল।
চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বনাম মুম্বই ইন্ডিয়ান্সের (এমআই) এই ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে?
ম্যাচটি আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ভারতীয় সময় অনুসারে সন্ধে সাড়ে সাতটায় এই ম্যাচ শুরু হবে।
চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের সরাসরি সম্প্রচার কোথায় দেখা যাবে ?
ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
চেন্নাই বনাম মুম্বইয়ের এই ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar -এ।
চেন্নাই সুপার কিংস দল-মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), অম্বাতি রায়ডু, কেএম আসিফ, দীপক চাহার, ডোয়াইন ব্রাভো, ফাফ ডু প্লেসি, ইমরান তাহির, নারায়ণ জগদীশন, কর্ণ শর্মা, কেদার যাদব, লুঙ্গি এনগিডি, মিচেল স্যান্টনার, মনু কুমার, ঋতুরাজ গায়কোয়াড়, শেন ওয়াটসন, শার্দুল ঠাকুর, স্যাম ক্যারণ, মুরলী বিজয়, রবীন্দ্র জাডেজা, পীযূষ চাওলা, জশ হ্যাজলউড, সাই কিশোর
মুম্বই ইন্ডিয়ান্স দল-রোহিত শর্মা (অধিনায়ক), দিগ্বিজয় দেশমুখ, কুইন্টন ডি কক, আদিত্য তারে, সৌরভ তিওয়ারি, জসপ্রিত বুমরাহ, ধাওয়াল কুলকার্নি, নাথন কোল্টার নিল, ট্রেন্ট বোল্ট, জয়ন্ত যাদব, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ড্য, শেরফেন রাদারফোর্ড, আনমোলপ্রীত সিংহ, মোহসিন খান, মিচেল ম্যাকক্লিনেঘান, কুণাল পান্ড্য, কাইরন পোলার্ড, রাহুল চাহার, ক্রিস লিন, প্রিন্স বলবন্ত রায় সিংহ, অনুকূল রায়, ঈশান কিষাণ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement