এক্সপ্লোর
ধোনির প্রকান্ড ছক্কা, বল মাঠের বাইরে কুড়িয়ে পেয়ে বাড়ি নিয়ে গেলেন শারজা-নিবাসী
মাঠে উপস্থিত না থেকেও যে খেলার বল উপহার পেয়ে যাবেন, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি শারজার এক বাসিন্দা। রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে ঘটল এমনটাই। টাটকা ম্যাচের বল স্মারক হিসেবে পেয়ে গেলেন এক ব্যক্তি। সৌজন্যে মহেন্দ্রি সিংহ ধোনি।
নয়াদিল্লি:কোভিড অতিমারীর সাবধানতা হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের (আইপিএল) খেলা হচ্ছে দর্শকবিহীন গ্যালারিতে। তাই ক্রিকেটপ্রেমীদের মাঠে ঢোকা বারণ। এই অবস্থায় খেলার ম্যাচ বল বাড়ি নিয়ে যাওয়া তো দূরের কথা, ছক্কায় বল গ্যালারিতে এলে তা হাতে নিয়ে আবার মাঠের দিকে ছুঁড়ে দেওয়ার সুযোগ পর্যন্ত নেই অনুরাগীদের। কিন্তু কাকে বলে কপাল! মাঠে উপস্থিত না থেকেও যে খেলার বল উপহার পেয়ে যাবেন, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি শারজার এক বাসিন্দা। রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে ঘটল এমনটাই। টাটকা ম্যাচের বল স্মারক হিসেবে পেয়ে গেলেন এক ব্যক্তি। সৌজন্যে মহেন্দ্রি সিংহ ধোনি।
#RRvCSKThat's one lucky man who gets the ball that was hit by ms dhoni for a mighty six???? #Dhoni pic.twitter.com/8OLvNnGvgZ
— MAYA YADAV (@MAYAYAD89252407) September 22, 2020
ধোনি যখন ব্যাট করতে নামেন, তখন সিএসকের প্রয়োজন ছিল শেষ চার ওভারে ৭৯ রান। সেই সমীকরণ গিয়ে দাঁড়ায় শেষ ওভারে ৩৮ রান। সেই সময় সিএসকের নেট রান রেট বাড়িয়ে নেওয়ার জন্য ধোনি তিনটি বিশাল ছক্কা মারেন। তারই একটিতে বল স্টেডিয়ামের বাইরে গিয়ে রাস্তায় পড়ে। ক্যামেরাম্যান সেই বল ফলো করেন। দেখা যায়, একজন ফ্যান সেটি কুড়িয়ে হাসি মুখে ফিরে আসছেন। সেটি অবশ্য তিনি ফিরিয়ে দেননি। একজন ধারাভাষ্যকার বলতে থাকেন, “উনি বল ফেরত দেবেন না। ধোনির এই প্রকাণ্ড ছক্কার বলটি একটি মূল্যবান সম্পদ হিসাবে আজীবন নিজের কাছে রেখে দেবেন।”
He's one lucky man.
Look who has the ball that was hit for a six by MS Dhoni.#Dream11IPL #RRvCSK pic.twitter.com/yg2g1VuLDG
— IndianPremierLeague (@IPL) September 22, 2020
তবে ধোনি শেষবেলায় তিন ছক্কায় সমর্থকদের মন জয় করে নিলেও চেন্নাই সুপার কিংস ম্যাচটি ১৬ রানে হেরে যায়। জয়ের জন্য সিএসকের সামনে লক্ষ্যমাত্রা ছিল ২১৭। তারা ২০০ রানের বেশি তুলতে পারেনি। তবে হার-জিত নিয়ে সম্ভবত আদৌ ভাবিত নন, যিনি বলটি পেয়েছেন। মাঠে দর্শক নেই এমন এক অতিমারীকালীন ম্যাচে ধোনির ছক্কা মারা বল হাতে পাওয়া তো এক বিরাট ব্যাপার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement