এক্সপ্লোর
Advertisement
মুম্বইয়ের বিরুদ্ধে স্লো ওভার রেট, ১২ লক্ষ টাকা জরিমানা রাজস্থানের অধিনায়ক স্মিথের
রাজস্থানের পরের ম্যাচ শুক্রবার, প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
আবু ধাবি: গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা হল রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথের। তাঁর দল নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার বোলিং শেষ করতে পারেনি। সেই কারণেই জরিমানা হল স্মিথের। এবারের আইপিএল-এ প্রথমবার স্লো ওভার রেটের জন্য জরিমানার মুখে পড়তে হল স্মিথকে।
সরকারিভাবে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘চলতি মরসুমে এই প্রথম আইপিএল-এর আচরণবিধি লঙ্ঘন করল রাজস্থান রয়্যালস। ন্যূনতম ওভার রেট বজায় রাখতে পারেনি দল। সেই কারণেই স্মিথের ১২ লক্ষ টাকা জরিমানা হল।’
গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫৭ রানে হেরে গিয়েছে রাজস্থান। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১৯৩ রান করে মুম্বই। জবাবে ১৩৬ রানেই অলআউট হয়ে যায় রাজস্থান। জোশ বাটলার ছাড়া রাজস্থানের আর কোনও ব্যাটসম্যানই বড় রান করতে পারেননি। স্মিথ নিজেও ব্যর্থ হন। একে দলের হার, তার উপর জরিমানা। সময়টা ভাল যাচ্ছে না রাজস্থানের অধিনায়কের। তাঁদের পরের ম্যাচ শুক্রবার, প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে মরিয়া রাজস্থান শিবির।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বাংলাদেশ
জেলার
Advertisement