এক্সপ্লোর
Advertisement
রয়েছে ২ বলে হ্যাটট্রিকের রেকর্ড, আইপিএল-এর প্রবীণতম ক্রিকেটার, এবার খেলতে পারবেন না তাম্বে
তিনি ২০১৪ সালে রাজস্থান রয়্যালসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে ২ বলে হ্যাটট্রিক করেছিলেন।
নয়াদিল্লি: এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল প্রবীণ তাম্বের। কিন্তু বিসিসিআই জানিয়ে দিল, ৪৮ বছর বয়সি এই ক্রিকেটারকে আইপিএল-এ খেলার অনুমতি দেওয়া হবে না। কারণ, তিনি সরকারিভাবে অবসরের কথা ঘোষণা না করেই গত বছর আবু ধাবি টি ১০ লিগে খেলেন। বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, ভারতের কোনও ক্রিকেটারকে বিদেশের লিগে খেলার অনুমতি দেওয়া হয় না। সেই নিয়ম লঙ্ঘন করাতেই তাম্বের বিরুদ্ধে ব্যবস্থা নিল বিসিসিআই।
এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ পটেল জানিয়েছেন, ‘তাম্বেকে যদি আইপিএল-এ খেলার অনুমতি দেওয়া হয়, তাহলে বাকিদেরও অনুমতি দিতে হবে। সেই কারণেই তাম্বেকে এবারের আইপিএল-এ খেলতে দেওয়া হবে না। বিসিসিআই ভারতীয় ক্রিকেটারদের বিদেশে একদিনের ম্যাচ, তিনদিনের ম্যাচ, চারদিনের ম্যাচ ও কাউন্টি ক্রিকেট খেলার অনুমতি দেয়। সংশ্লিষ্ট ক্রিকেটারদের বিসিসিআই ও রাজ্য সংস্থার কাছ থেকে অনুমতি নিতে হয়। কিন্তু তাম্বে সেই নিয়ম মানেননি।’
আইপিএল-এর ইতিহাসে সফলতম বোলারদের তালিকায় না থাকলেও, তাম্বের এমন একটি রেকর্ড আছে, যা অন্য কারও নেই। তিনি ২০১৪ সালে রাজস্থান রয়্যালসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে ২ বলে হ্যাটট্রিক করেছিলেন। প্রথম উইকেটটি ছিল মণীশ পাণ্ডের। সেই বলটি ওয়াইড হয়। স্টাম্প করেন সঞ্জু স্যামসন। পরের দু’টি বৈধ বলে ইউসুফ পঠান ও রায়ান টেন দুশখাতেকে ফেরান তাম্বে। তিনি আইপিএল-এর ইতিহাসে প্রবীণতম ক্রিকেটার। এবারের নিলামে তাঁকে ২০ লক্ষ টাকা দিয়ে দলে নেয় কেকেআর। কিন্তু খেলাই হচ্ছে না তাঁর।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement