এক্সপ্লোর
বাউন্ডারি লাইনে শ্রেয়সের দুরন্ত ক্যাচ দেবদত্তর, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
চলতি আইপিএলের ১৯ তম ম্যাচে টক্কর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালসের। টসে জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠায় বিরাট কোহলির দল। জয়ের জন্য আরসিবি-র সামনে ১৯৭ রানের লক্ষ্য রাখে দিল্লি।

ছবি -আইপিএল-ট্যুইটার
RCB vs DC: চলতি আইপিএলের ১৯ তম ম্যাচে টক্কর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালসের। টসে জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠায় বিরাট কোহলির দল। জয়ের জন্য আরসিবি-র সামনে ১৯৭ রানের লক্ষ্য রাখে দিল্লি। দিল্লির ইনিংস চলাকালে বাউন্ডারি লাইনে দুরন্ত ক্যাচ নিয়ে নজর কাড়লেন আরসিবি-র তরুণ খেলোয়াড় দেবদত্ত পাড়িক্কল। ওই ক্যাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। ইনিংসের ১২ তম ওভারে মইন আলির তৃতীয় বলে সামনের দিকে বড় শট খেলেন দিল্লির অধিনায়ক শ্রেয়স আয়ার। বল বাউন্ডারি লাইনের ওপর দিয়ে বাইরে চলে যাবে বলে মনে হচ্ছিল। কিন্তু অসাধারণ ক্যাচ ধরে শ্রেয়সকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন দেবদত্ত। ১৩ বলে ১১ রান করে আউট হন শ্রেয়স।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















