"সৌরভকে মেন্টর হিসেবে পেয়ে ভাগ্যবান", শ্রেয়সের মন্তব্যে আলোড়ন, পরে নিজেই দিলেন সাফাই
শ্রেয়সের মন্তব্য নিয়ে অনেকেই ভ্রু কুঁচকেছেন...
নয়াদিল্লি: সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে করা শ্রেয়স আয়ারের একটি মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।
গত রবিবার, কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে নামার আগে টসের সময় দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স জানান, রিকি পন্টিং ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেন্টরশিপ পেয়ে তিনি নিজেকে "ভাগ্যবান" বলে মনে করছেন।
শ্রেয়সের এই মন্তব্য তীব্র আলোড়ন তুলেছে। শুরু হয়েছে বিতর্কের। শ্রেয়সের মন্তব্য নিয়ে অনেকেই ভ্রু কুঁচকেছেন। কারণ, বর্তমানে সৌরভ হলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি।
অতীতে, অর্থাৎ ২০১৯ সালে তিনি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত ছিলেন বটে। কিন্তু, বিসিসিআই-এর প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পর স্বার্থের সংঘাত যুক্তির কারণে তিনি আইপিএল দল থেকে নিজেকে সরিয়ে নেন।
শ্রেয়সের মুখে সৌরভের নাম উঠে আসার পর একাধিক বোর্ড সদস্য এবং ফ্রাঞ্চাইজি কর্তারা জানান, বোর্ড সভাপতিকে যদি তিনি এমনি কৃতিত্ব দিতেন, তাহলে না হয় বোঝা যেত। কিন্তু ওই কর্তাদের দাবি, শ্রেয়স যা বলেছেন, তাতে স্পষ্ট যে সৌরভ ইউনিটের সদস্য যাঁরা তাঁকে চলতি বছরেও সাহায্য করেছেন।
টসের সময় প্রাক্তন কিউই তারকা বোলার তথা বর্তমান ধারাভাষ্যকার সাইমন ডুলের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রেয়স জানান, সৌরভ ও পন্টিং খেলায় তাঁর মানসিক স্থিতধি ঠিক রাখতে সাহায্য করেছেন। তিনি বলেন, অধিনায়ক হিসেবে আপনার ভীষণভাবে প্রয়োজন নিজের মেজাজ ঠিক রাখা। নিজেকে শান্ত রাখা। আমি তা কয়েক বছরের অভিজ্ঞতা থেকে লাভ করেছি। অবশ্যই, রিকি পন্টিং ও সৌরভ গঙ্গোপাধ্যায় আপনার পাশে থাকলে, কাজটা সহজ হয়ে যায়। বর্তমানে ওঁদের কাছে পেয়ে আমি সত্যিই ভাগ্যবান।
যদিও, পরে বিতর্ক শুরু হওয়ায় নিজের বক্তব্যকে ব্যাখ্যা করেন শ্রেয়স। জানান, কথাগুলি তিনি স্বাভাবিক প্রশংসা হিসেবেই বলেছেন। তাঁকে ব্যক্তিগতভাবে সাহায্য করার জন্যই তিনি ওই দুজনকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এর মধ্যে অন্য কোনও অর্থ নেই বলেও তিনি জানান।
As a young captain, I am thankful to Ricky and Dada for being a part of my journey as a cricketer and captain last season.
My comment yesterday was to emphasise my gratitude towards the role they both have played in my personal growth as a captain. — Shreyas Iyer (@ShreyasIyer15) September 21, 2020
ট্যুইটারে শ্রেয়স লেখেন, তরুণ অধিনায়ক হিসেবে আমি দাদা ও রিকি পন্টিংয়ের কাছে কৃতজ্ঞ। গত মরশুমে ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে আমার যাত্রাপথে তাঁরা ভূমিকা পালন করেছেন। আমি যে মন্তব্য আগে করেছি, তা অধিনায়ক হিসেবে আমাকে ব্যক্তিগতভাবে সাহায্য করতে তাঁদের ভূমিকাকে কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্যেই।