এক্সপ্লোর
Advertisement
IPL 2020 UAE: একটা ভুল গোটা প্রতিযোগিতাকে নষ্ট করবে, করোনা-বিধি মানতে হবে সবাইকে, সতর্কবার্তা বিরাটের
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএল।
আবু ধাবি: করোনা অতিমারীর কারণে পারস্পরিক দূরত্ববিধি-সহ যাবতীয় নির্দেশিকা মেনে চলার জন্য সতীর্থদের পরামর্শ দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) অধিনায়ক বিরাট কোহলি। এ বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে আরসিবি-সহ অন্যান্য দলগুলি। সতীর্থদের উদ্দেশে বিরাট বলেছেন, ‘আমাদের যা যা করতে বলা হয়েছে, সেই সব বিধি মেনে চলতে হবে। আমরা যাবতীয় সতর্কবার্তা মেনে চলছি। আশা করি বাকিরাও সেটা মেনে চলবে। একটা ভুল গোটা আইপিএল টুর্নামেন্টকে নষ্ট করে দিতে পারে। আমরা কেউই সেটা চাই না।’
Everybody who has been a part of virtual meetings during the lockdown has faced this! ????#PlayBold #IPL2020 pic.twitter.com/qMB9jpbV4E
— Royal Challengers Bangalore (@RCBTweets) August 25, 2020
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএল। সেখানে বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন সব দলের ক্রিকেটাররা। ভার্চুয়াল বৈঠককে সতীর্থদের উদ্দেশে করোনা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিরাট। তিনি বলেছেন, ‘করোনা অতিমারী আবহে আমাদের যে নিয়মাবলি দেওয়া হয়েছে, তা মেনে চলতে হবে। আমাদের সকলকে একই নিয়মাবলি দেওয়া হয়েছে। তার সঙ্গে কোনওভাবেই আপস করা যাবে না। কারণ আমি মনে করি, আমাদের যে কোনও একজনের ভুল গোটা টুর্নামেন্টকে নষ্ট করে দিতে পারে। সেটা আমরা কেউই চাই না।’ একইসঙ্গে তিনি বলেছেন, সুস্থ দলীয় সংস্কৃতি গড়ে তোলা জরুরি। এবং সেই জন্য দলের প্রতিটি সদস্যকে দায়িত্ব নিতে হবে।
এই বৈঠকে হাজির ছিলেন আরসিবি-র ক্রিকেট অপারেশন ডিরেক্টর মাইক হেসন এবং প্রধান কোচ সাইমন কাটিচ। হেসন বলেন, ‘কেউ বিধি লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোনও খেলোয়াড় যদি ভুল করে বিধিভঙ্গ করেন, তা হলে তাঁকে বাদ দেওয়া হবে। তাঁকে যেতে হবে আইসোলেশনে। করোনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ না হওয়া পর্যন্ত তিনি দলে ফিরতে পারবেন না।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
অটো
Advertisement