এক্সপ্লোর
Advertisement
কেএল রাহুলের জোড়া ক্যাচ হাতছাড়া কোহলির, সোশ্যাল মিডিয়ায় মজাদার মিমের ঢল
বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ফিল্ডার বিরাট কোহলি। মিসফিল্ডিং করতে সচরাচর দেখা যায় না তাঁকে। কিন্তু আইপিএলে গতকালের ম্যাচে সেই কোহলিকে ক্যাচ ছাড়তে দেখা গেল, একটি নয়, দু’দুটি। কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করছিলেন কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল।
নয়াদিল্লি: বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ফিল্ডার বিরাট কোহলি। মিসফিল্ডিং করতে সচরাচর দেখা যায় না তাঁকে। কিন্তু আইপিএলে গতকালের ম্যাচে সেই কোহলিকে ক্যাচ ছাড়তে দেখা গেল, একটি নয়, দু’দুটি। কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করছিলেন কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। তিনি যখন ৮৩ রানে ব্যাট করছিলেন, তখন বাউন্ডারি লাইনের ধারে তাঁর ক্যাচ পড়ে। এর পরের ওভারেই আরও একটি ক্যাচ তুলেও বেঁচে যান রাহুল। দুটি ক্ষেত্রেই ফিল্ডার ছিলেন আরসিবি অধিনায়ক কোহলি। এরপর রাহুল দুরন্ত সেঞ্চুরি করেন।
কোহলিকে এভাবে জোড়া ক্যাচ হাতছাড়া করতে দেখে বিস্মিত সোশ্যাল মিডিয়া। এরপর এই ঘটনা নিয়ে নানা মজাদার মিম সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
ভারতীয় দলের অধিনায়ক কোহলি সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছেন, এমন ঘটনা খুবই বিরল। কিন্তু গতকালের ম্যাচে জোড়া ক্যাচ ফস্কানোর পর ট্রোলের মুখে পড়তে হল তাঁকে।
ম্যাচের পর কোহলি বলেছেন, মাঝের পর্বে দল ভালো অবস্থায় রয়েছে বলেই মনে হচ্ছিল। কিন্তু ওই দুটি ক্যাচ নষ্টের খেসারত গুণতে হল। ৩০-৪০ রান বেশি হল। ওদের ১৮০-র মধ্যে বেঁধে রাখতে পারলে প্রথম বল থেকে চালিয়ে খেলার চাপটা থাকত না।
কোহলি আরও বলেছেন, এমনও দিন আসে, যখন সবকিছু ঠিকঠাক হয় না। তা মেনে নেওয়া ছাড়া উপায় নেই।
ম্যাতে আরসিবি ৯৭ রানে হেরে গিয়েছে। এবারের আইপিএলে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ী হয়েছিল কোহলির দল।
পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য তাদের। কিন্তু কাজটা সহজ নয়। কারণ, সোমবার দুবাই আরসিবি-র প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement